হোম > রাজনীতি > জামায়াত

তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না

ঠাকুরগাঁওয়ে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

‘হ্যাঁ’-ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদেরকে নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না। এসময় তিনি আরো বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। যারা উৎপাদন করে, তারাই মূল্য পাই না। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে ন্যায্য মূল্য পাবেন। আপনারা ন্যায্যমূল্য পাবেন এবং বাংলাদেশ সারাবছর তাজা ফসল পাবে। সারাদেশের চৌষট্টি জেলায় একটি উন্নতমানের করে হাসপাতাল তৈরি করা হবে। বঞ্চিত এলাকায় আগে দেওয়া হবে।

জামায়াত আমির আরো জানান, আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে।

প্রথমত: দুর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না।

দ্বিতীয়ত: ন্যায়বিচার নিশ্চিত করা হবে, বিচারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তৃতীয়ত: চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না।

জামায়াত আমির আরো বলেন, একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই। এদেশের যুবকেরা কাজ করে খেতে চায়। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হলে যুবকদের কাজ সৃষ্টি করার জন্য টেকনিক্যাল কাজ শিখাতে চাই।

আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বক্তৃতা দিতে আসিনি, সাক্ষী দিতে এসেছি— কেন বললেন জামায়াত আমির

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

দেশে আসার আগেই যে দিল্লির কাছে দস্তখত দেয়, তার কাছে দেশ নিরাপদ নয়

পঞ্চগড় দুই আসনকে বৈষম্যমুক্ত করার ঘোষণা জামায়াতের প্রার্থীর

ফজর পড়েই নির্বাচনি প্রচারে জামায়াত জোটের প্রার্থীরা

জামায়াত আমির আসার আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল

উত্তরাঞ্চলের ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির