হোম > রাজনীতি > জামায়াত

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

স্টাফ রিপোর্টার

জামায়াত

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ ও ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন। আমি এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক ও বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে

নারী কর্মীদের প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় না: জামায়াত

তিনবার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব

‘জামায়াতের সাথে আমাদের আদর্শগত মিল নেই’

‘ছাত্রসমাজ ইতোমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে, জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব’