ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্থ সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে বিএনপি এককভাবে প্রার্থী দিয়েছে ২৮৮ আসনে। আর জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থী দিয়েছে ২২৪ আসেন। জামায়াতের প্রার্থীদের মধ্যে ২০১ জনই উচ্চশিক্ষিত।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয়। এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয়, সম্পদসহ ১০ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
হলফনামার তথ্যে জানা যায়, জামায়াতের সবচেয়ে প্রবীণ দুজন প্রার্থীর বয়স ৭৭ বছর—ঠাকুরগাঁও-৩ আসনের মিজানুর রহমান ও গোপালগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা। সবচেয়ে কম বয়সী কুষ্টিয়া-৩ আসনের আমির হামজা। তিনি হলফনামায় বয়স উল্লেখ করেছেন ৩৩ বছর ২ মাস। আমির হামজা ধর্মীয় বক্তা।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী আছেন বিএনপির, ২৮৮টি আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন ২২৪টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন ২৫৩ আসনে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আছেন ৩২টি আসনে।
অন্য দলগুলোর মধ্যে সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৯, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪, খেলাফত মজলিসের ২১, গণ অধিকার পরিষদের ৯০, আমার বাংলাদেশ (এবি) পার্টির ৩০, গণফোরামের ১৯, গণসংহতি আন্দোলনের ১৭ ও নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী আছেন।