হোম > রাজনীতি > জামায়াত

ফ্যামিলি কার্ড দেখিয়ে চাঁদাবাজদের প্রতারণা রুখতে সজাগ থাকার আহ্বান

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ওয়াদুদ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ।

ফ্যামিলি কার্ড দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ওয়াদুদ। তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ওয়াদুদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন অবৈধ কোনো কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা ভালো কাজের সহযোগিতা করবো, আর খারাপ কাজের বিরোধিতা করবো। কেউ অন্যায় করলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা কারো শত্রু নই, কারো প্রতিপক্ষ নই—আমরা অন্যায়ের বিরুদ্ধে। আগামীর বাংলাদেশ গড়তে যার যে মেধা ও যোগ্যতা আছে, সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই।’

শিক্ষা প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশের দ্বিতীয় সংসদ’ উল্লেখ করে তিনি বলেন, ‘যেভাবে আপনার সন্তানেরা ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করে, ঠিক সেভাবেই জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। যুবসমাজ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে—কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে তারা ভোট দেবে না।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ’তরুণরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে একটি সৎ ও যোগ্য সরকার গঠনে ভূমিকা রাখবে।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. কহিনুর সরদারসহ উপজেলা ও পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে, চাঁদপাই ইউনিয়নের মোংলা মেছের শাহ মাজার মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত বিশাল এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মঈন উদ্দিন মোল্লা।

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের শুভেচ্ছা

‌ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের সমর্থনে মিছিল ও গণসংযোগ

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবার জন্য আমরা ন্যায়বিচার নিশ্চিত করব

উল্লাপাড়ায় জামায়াতের সমাবেশে হাজার হাজার নারীর অংশগ্রহণ

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান

বাউফলে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত