হোম > রাজনীতি > এনসিপি

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি।

২৩৮ আসনে প্রচার প্রার্থী ঘোষণা এনসিপির

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ

সারজিস আলমকে শোকজ

এনসিপির নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ আজ

১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

এবার চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন: নাহিদ

চাঁদাবাজি রুখতে ব্যবসায়ীদের পাশে থাকবো: এনসিপি নেতা আদীব

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি : জামায়াত নেতা

দখলদার চাঁদাবাজ মাদক কারবারিদের বয়কট করতে হবে: সার্জিস আলম

ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ ইসলাম