হোম > ধর্ম ও ইসলাম

ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে

ইসলামি সম্মেলনে আহ্বান

বিশেষ প্রতিনিধি

ইনসাফভিত্তিক কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বরেণ্য ইসলামি বক্তারা। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তরুণরাই যুগান্তকারী দায়িত্বপালন করেন। তারা এগিয়ে আসলেই সমাজ থেকে সব ধরনের অনিয়ম, অনাচার ও বঞ্চনা দূর করা সম্ভব।

হায়দার আলী হাজী কোরআনিয়া মাদরাসা মসজিদ কমপ্লেক্স আয়োজিত দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে খ্যাতনামা আলেমরা এসব কথা বলেন। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে এ সম্মেলনে হাজার হাজার মানুষ অংশ নেন।

কবি জামসেদ ওয়াজেদ পাটওয়ারীর সভাপতিত্বে প্রথম দিনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- খ্যাতিমান মোফাচ্ছিরে কুরআন ও নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, আলোচনা করেন মাওলানা মোশারর হোছাইন, মাওলানা মুফতি ইয়াহইয়া ত্বকী ও মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাছানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি এম এ নোমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান ও মো. আবিদ আজম।

দ্বিতীয় দিনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন উজানীর পীর আল্লামা ফজলে ইলাহী, মাওলানা নজীর আহমাদ, মাওলানা হারেছুদ্দীন, মাওলানা ফারুফ হোসাইন ও মাওলানা ইমরান হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

মাওলানা মোস্তাক ফয়েজী বলেন, ‘বৃটিশরা ১৯০ বছর ভারতীয় উপমহাদেশ থেকে সম্পদ লুঠ করে তাদের নিজ দেশে নিয়েছে। পাকিস্তানিরা আমাদের ২৩ বছর শাসন ও শোসন করেছে। আর গত ৫৫ বছর ধরে আমাদের নেতা, মন্ত্রী, আমলা ও ব্যবসায়ীরা দেশ থেকে সম্পদ পাচার করে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সেকেন্ড হোম গড়ে তুলছে। তারা আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ লুট করে বিদেশে নিরাপদ জীবন খুঁজছে। এদের মধ্যে দেশপ্রেম নেই। নির্বাচন আসলেই তারা দেশ প্রেম ও জনগণের প্রতি ভালোবাসা দেখায়। মূলত: এরা দেশ ও জনগণের শত্রু।

তিনি বলেন, আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে। এগুলোকে অতিক্রম করেই আমাদের প্রশান্তির পথ খুঁজতে হবে। এ পথ দেখাতে পারে একমাত্র মহান আল্লাহর বিধান। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসুলের (স.) এর হাদিসের অনুসরণ করতে করতে হবে।

তরুণদের ইনসাফ প্রতিষ্ঠার পাঠ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদীর জীবন ও ত্যাগ থেকে নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মোস্তাক ফয়েজী বলেন, শহীদ হাদী দেশ প্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে কুরবানি করে গেছেন। তার জীবনী থেকে আমাদের প্রতিটি তরুণকে শিক্ষা নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এম এ নোমান বলেন, বর্তমান বিশ্বের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সমস্যাগ্রস্ত। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা মূলত সভ্যতার সংকট। আমাদের প্রতিবেশি দেশসহ বিশ্বের অনেক দেশেই মুসলিমরা জাতিগত নিধনের শিকার হচ্ছেন। এরজন্য মুসলমানের অনৈক্যই প্রধানত দায়ী। যতদিন পর্যন্ত মুসলমানরা মহান আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলেছে ততদিন বিশ্বে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে সমাদৃত ছিল।

যে বছরে হজ আসবে ২ বার, ঈদ হবে ৩টি

মিথ্যা সাক্ষ্য শিরকের সমতুল্য পাপ

তীব্র শীতে তায়াম্মুম

বন্ধুর মুখে হাসি ফোটানোর অলৌকিক আয়োজন

ফরজ ও নফল ইবাদত : বিভ্রান্তি ও বাস্তবতা

প্রথম শহীদ সুমাইয়া বিনতে খাব্বাত (রা.)

গত বছর মসজিদে কুবায় আড়াই কোটি মুসল্লির আগমন

কেন কবরে খেজুরের ডাল দেয়া হয়? যা বলছে ইসলাম

আখেরি মোনাজাতে তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় শেষ

সংক্ষিপ্ত পরিসরে শুরু তাবলিগের খুরুজের জোড়