হোম > জাতীয়

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

আল্লাহতায়ালা তার বান্দাদের পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তাদের বিভিন্ন বিপদ-আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন। এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ পৃথিবীতে আল্লাহতায়ালার কুদরতের নিদর্শন। ভূমিকম্প তার এ নিদর্শনসমূহের অন্যতম।

মানুষ যখন আল্লাহপ্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয়, তখন আল্লাহর কুদরতের সামনে তার অসহায়ত্ব স্মরণ করে ও মেনে নিয়ে তার কাছে বিনয়াবনত চিত্তে এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করতে হয়।

দুনিয়াবি আযাব থেকে মহান রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে দোয়ার কথা বিভিন্ন সময়ে হাদিসে এসেছে। আবুল ইয়ুস্‌র (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করতেন-

হে আল্লাহ! আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে, পানিতে ডুবে, আগুনে জ্বলা ও অধিক বায়োবৃদ্ধি হতে তোমার আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ: ১৫৫২)

আরবিতে দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

বাংলা: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আযুজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারকি ওয়াল-হারাকি ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা আন-ইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া- আউযুবিকা আন-আমুতা লাদি-গান।

কোরআনে বর্ণিত নিম্নোক্ত আয়াতটি পড়তে পারেন।

‘يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ’

বাংলা: ইয়া না-রু কুউনি বারদান ওয়া-সালামান আলা ইবরাহিম।

অর্থ: ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া: ৬৯)

সারা দেশে ভূমিকম্প, যা বললেন আজহারী

অপরাধীর শাস্তি নিশ্চিতে ইসলামের তাগিদ

জান্নাতপ্রত্যাশীদের সুবর্ণ ঋতু শীতকাল

তওবা কী কেন কীভাবে

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় যে দোয়ায়

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে ইসলাম কী বলে

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ঈমানি মৃত্যু

খতমে নবুওয়ত মহাসম্মেলনে মুসল্লিদের ঢল

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ভিড়

মনুষ্যত্বের এ কেমন পতন!