হোম > খেলা

লিগ বয়কটের ঘোষণা, অনিশ্চয়তায় ঢাকার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

অনিশ্চয়তার ঘোর অমানিশা তৈরি হয়েছে ঢাকার ক্রিকেট নিয়ে। নতুন বোর্ড দায়িত্ব নিয়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে ঘরোয়া লিগ শুরুর উদ্যোগ নেয় বিসিবি। তবে ক্লাবগুলোর এক সিদ্ধান্তে সেই উদ্যোগ এবার মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতিতে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে ঢাকার ঘরোয়া লিগ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে ৪৩ ক্লাব। বিসিবিতে দেওয়া চিঠিতে তিন কারণ দেখিয়ে লিগ বয়কটের সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। ৭৬ ক্লাবের মধ্যে ৪৩ ক্লাবের নেওয়া এই সিদ্ধান্তের ফলে ঘরোয়া লিগ আদতে মাঠে গড়াবে কী নাÑতা নিয়ে জেগেছে শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে বিসিবি আদতে লিগ চালু করতে পারবে কী নাÑসেটাই এখন দেখার বিষয়।

অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্বাচনের পাশাপাশি লিগ বয়কটের ঘোষণা দেন ক্লাব সংগঠকরা। নির্বাচনের পর বসে সেই সংকট নিরসনের উদ্যোগের কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই উদ্যোগ অবশ্য এখনো দৃশ্যমান হয়নি। এর মধ্যেই প্রথম বিভাগ দিয়ে ঘরোয়া লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়। প্রথম বিভাগ লিগের প্রথম সভায় দুটি ছাড়া প্রথম বিভাগের বাকি ক্লাবগুলো উপস্থিত ছিল। তাতে মনে হয়েছিল হয়তো উষ্ণতা কমেছে। জমে থাকা অভিমানের বরফ গলতে শুরু করেছে। কিন্তু প্রথম বিভাগ লিগের দলবদলের তারিখ ঘনিয়ে আসার মুহূর্তেই লিগ বয়কটের আনুষ্ঠানিক চিঠি বিসিবির প্রধান নির্বাহী বরাবর দিয়েছে নির্বাচন ও লিগ বয়কটের ঘোষণা দেওয়া ক্লাবগুলো।

বিসিবির প্রধান নির্বাহী বরাবর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ৪৩ ক্লাবের প্রতিনিধিরা। লিগ বয়কটের আনুষ্ঠানিক চিঠি দেওয়ার আগে প্রথম বিভাগ দিয়ে মৌসুম শুরুর ঘোষণা দেওয়ার বিরোধিতা করেন তারা। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে তৃতীয় বিভাগ দিয়ে মৌসুম শুরু করেছে বিসিবি। পাশাপাশি মাত্র সাত মাসের ব্যবধানে টানা দুটি লিগ খেলতে চায় না প্রথম বিভাগে থাকা ক্লাবগুলো। তখন থেকেই গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে লিগ বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শেষ মুহূর্তে গতকাল এক চিঠিতে লিগ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সংগঠকরা।

তবে প্রথম বিভাগ দিয়ে মৌসুম শুরুর উদ্যোগ নেওয়ায় লিগ বয়কট করছে ক্লাবগুলো। নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবগুলোর সংগঠকরা। পাশাপাশি লিগ খেলতে তিনটি দাবিও জানানো হয়েছে। সেগুলো হলোÑসবশেষ নির্বাচনের ফলাফল তদন্ত করে বাতিল করতে হবে। দুই নম্বর দাবিতে তারা জানান, বর্তমান পরিচালনা পরিষদ পুরোপুরি বাতিল করতে হবে। তিন নম্বর দাবিতে তারা উল্লেখ করেন, বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির নিয়ম মেনে নতুন করে নির্বাচন আয়োজন করতে হবে। উল্লেখ্য, অনিয়মের অভিযোগ তুলে শেষ মুহূর্তে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেন লিগ বয়কট করার ঘোষণা দেওয়া ক্লাব কর্মকর্তারা। নির্বাচন ঘোষণা দেওয়ার পর থেকেই বয়কটের হুমকি দিয়ে আসছিলেন তারা।

তবে নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়াদের মধ্যে থাকা তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনরা নেই লিগ বয়কটের তালিকায়। তারা লিগ বয়কটের কোনো ঘোষণা দেননি। ফলে নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া ৪৮ ক্লাবের মধ্যে লিগ বয়কট করছে ৪৩ ক্লাব। এই বয়কটের ঘোষণায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্লাব সংগঠকদের সঙ্গে বসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ওই সভার পর অবশ্য ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ক্রিকেটের স্বার্থেই তারা সিদ্ধান্ত নেবেন। তবে শেষ পর্যন্ত লিগ বয়কটের পথেই হাঁটছে ক্লাবগুলো।

ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের পর বিসিবি এখন কোন পথে হাঁটবেÑসেটাই এখন দেখার অপেক্ষা। এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো কদিন। আগামীকাল ও পরশু প্রথম বিভাগ লিগ দলবদলে ক্লাবগুলো অংশ না নিলে ঢাকার ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে এগোবেÑসেটাই দেখার অপেক্ষা।

বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের

আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ আশরাফুল

মাঠে নামছে রিয়াল-বায়ার্ন-পিএসজি

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

নারী বিশ্বকাপের সেরা একাদশ, নেই বাংলাদেশের কেউ

ভারতের শিরোপা জয়ের ম্যাচে যত রেকর্ড

বিকেএসপি কাপ হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

রাজশাহীর জয়, সেঞ্চুরির পথে মুশফিক

বিএসপিএর নতুন কার্যালয়ের উদ্বোধন

ক্রিকেটারদের রেখে উধাও আয়োজকরা, পারিশ্রমিক বকেয়া