আজ বাফুফের সভা
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান নির্বাহী কমিটির এক বছর পূর্তি আজ। এই বিশেষ দিনে হতে যাচ্ছে বাফুফের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সভা। এ সভায় উঠছে বাফুফের গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি। তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর গঠনতন্ত্রে পরিবর্তন আনার বিষয়টি বেশি গুরুত্ব পায়। এজন্য একটি কমিটি করেছিল বাফুফে। এরই মধ্যে সেই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। এই খসড়া গঠনতন্ত্র নিয়ে আজকের বাফুফের সভায় আলোচনা হবে এবং অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাফুফের সভার আলোচ্য সূচিতে নতুন গঠনতন্ত্রের বিষয় ছাড়াও গত জুনে সিঙ্গারপুর-বাংলাদেশের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের হিসাবের আনুষ্ঠানিক অনুমোদন হতে পারে। গত সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হলেও অনুমোদন হয়নি। বাংলাদেশ ও হংকং ম্যাচের হিসাবও সভায় উপস্থাপন করা হবে। এছাড়া জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের বাইলজ পরিবর্তন এবং চূড়ান্ত পর্বের খেলার ব্যাপারে সভায় আলোচনা হবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে কাউন্সিলরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।