আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করবে আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দলে ফিরলেও একাদশে জায়গা হয়নি মাহিদুল ইসলাম আঙ্কন ও মোহাম্মদ সাইফউদ্দিনের। এছাড়াও জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।