এল ক্লাসিকো
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই মানেই অন্যরকম উন্মাদনা। দুই স্প্যানিশ জায়ান্টের এই লড়াই স্বীকৃত ‘এল ক্লাসিকো’ নামে। যেকোনো প্রতিযোগিতায় স্প্যানিশ লিগের দুই শীর্ষ ক্লাব মুখোমুখি মানেই সমর্থকদের নির্ঘুম রাত আর উন্মাদনার পারদ তুঙ্গে ওঠা। ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সেই রাত আজ। বাংলাদেশ সময় আজ রাত ৯টা ১৫ মিনিটে লা লিগার ম্যাচে রিয়ালের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে বার্সেলোনা। ক্লাসিকোয় সবশেষ চার দেখাতে বার্সার কাছে বাজেভাবে হেরেছে রিয়াল। এদিকে, চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় শীর্ষে ‘লস ব্লাঙ্কোস’রা, বার্সেলোনা আছে দুইয়ে। ফলে এই ম্যাচের হিসাব দাঁড়িয়েছে রিয়ালের প্রতিশোধ আর বার্সার সিংহাসন দখলের লড়াইয়ে।
এই ম্যাচ বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার লড়াইয়ে চলতি মৌসুমে শিরোপা জয়ের সমীকরণ মেলানোরও লড়াই। লা লিগার পয়েন্ট তালিকায় দুদল আছে পিঠাপিঠি অবস্থানে। সমান করে ৯টি ম্যাচ খেলেছে বার্সেলোনা ও রিয়াল। তাতে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে জাভি আলোনসোর রিয়াল। ৭ জয় ও ১ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই ম্যাচ রিয়ালের জন্য পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ। এদিকে, হ্যান্সি ফ্লিকের দলের সামনে তালিকার শীর্ষ স্থান দখলের হাতছানি। অর্থাৎ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান অদলবদলের।
এমন ম্যাচে রিয়াল ও বার্সেলোনা কাউকেই এগিয়ে রাখা যায় না। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রিয়াল কিছুটা হলেও এগিয়ে থাকবে। সেই সঙ্গে ঘরের মাঠের দর্শক সমর্থন তাদের বাড়তি সুবিধা দেবে। দারুণ ছন্দে আছে আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচের ১১টিতেই জয়লাভ করেছে রিয়াল। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে এখন ফুল ফিট। তবে তাদের রক্ষণ নিয়ে খানিকটা চিন্তা থাকছেই।
এদিকে, পয়েন্ট টেবিলের দিক থেকে কিছুটা চাপে থেকেই এ ম্যাচে মাঠে নামতে হবে বার্সার। কারণ ইনজুরি। মার্ক-আন্দ্রে টের স্টেগান, জোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কি থাকছেন না এই ম্যাচে। জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসন ভুগছেন ফিটনেস সমস্যায়। ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলতে পারবেন না রাফিনহা। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে গত ২৫ সেপ্টেম্বর জয়ের পর আর মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে বার্সার অনুশীলনে ফিরলেও ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্রেঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে। বার্সার জন্য আরেকটি দুঃসংবাদ হলো, সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে দুই হলুদ কার্ড দেখায় ডাগআউটে থাকছেন না কোচ ফ্লিক।
এল ক্লাসিকো মানেই দুদলের খেলোয়াড় ও কোচদের কথার লড়াই। এরই মধ্যে বাকযুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বীদের আমন্ত্রণ জানিয়েছেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মহারণের আগে রিয়ালকে খোঁচা দিয়ে ইয়ামাল বলেন, ‘তারা (রিয়াল) চুরি করে আর অভিযোগ করে। এটাই তারা করে। বার্নাব্যু কঠিন কি না? বার্সার জন্য নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪-০ গোলে জিতেছিলাম।’ রিয়ালের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি!
পরিসংখ্যানের লড়াইয়ের দিকে তাকালে দেখা যায়, গত মৌসুমে ক্লাসিকোর মহারণে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। চারটিতেই দাপট দেখিয়েছে বার্সেলোনাÑ২০২৪ সালের অক্টোবরে ৪-০, ২০২৫ সালের জানুয়ারিতে ৫-২, এপ্রিলে ৩-২ এবং মে মাসের লড়াইয়ে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। অবশ্য সেটা তাদের জন্য সহজ হবে না। মুখোমুখি লড়াইয়ে সবশেষ পাঁচ দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সা। এল ক্লাসিকোর ইতিহাসের দিকে তাকালে দুদলের সমানে সমান লড়াইয়ের দেখা মেলে। দুই স্প্যানিশ পাওয়ার হাউসের ২৬১ বারের দেখায় রিয়ালের ১০৫ জয়ের বিপরীতে বার্সেলোনা জিতেছে ১০৪ ম্যাচ। বাকি ৫২ ম্যাচে কেউ জেতেনি।
এবার দেখার বিষয়, স্প্যানিশ ফুটবলের মৌসুম শুরুর মহাদ্বৈরথে শেষ হাসিটা কারা হাসে।