হোম > খেলা

জাহানারার পাশে আছে কোয়াব

স্পোর্টস রিপোর্টার

জাহানারা আলম

জাহানারা আলমের অভিযোগ দেশের পুরো ক্রিকেট পরিমন্ডলকে নাড়িয়ে দিয়েছে। কী ভয়াবহ অবস্থায় রয়েছে দেশের নারী ক্রিকেট, সেই দুর্দশার একটা চিত্র ফুটে উঠেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অভিযোগের প্রেক্ষিতে। এই অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।


এক বিবৃতিতে কোয়াব জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটার ও সাবেক অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্নাভেজা চোখে তিনি হৃদয়ে ক্ষত তুলে ধরেছেন, যা আমাদের পুরো ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।
নারী জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ, কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবির কর্মকর্তাসহ যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে কোয়াব।


কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন স্বাক্ষরিত বিবৃতিতে আরো জানানো হয়, এই বিষয়ে কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রিতা আমরা দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে স্তরে এই ধরনের ঘটনা আরো গভীরভাবে খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। জাহানারার প্রতি শুধু সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং কোয়াব তাকে এই বিষয়ে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার