লা লিগার টেবিলে বার্সেলোনা শীর্ষ দল হলেও চ্যাম্পিয়নস লিগে অবস্থা সুবিধার নয়। তাতে প্রতিটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। সেই পথে এবার আরেকটি জয় তুলে নিলো গেল আসরের সেমিফাইনালিস্টরা। তাদের নায়ক জুলেস কুন্দে। তার তিন মিনিটের জোড়া গোলে।ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। ৬ ম্যাচে ৩ জয়, এক হার ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে হান্সি ফ্লিকের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। এদিকে ৬ ম্যাচে এ নিয়ে চার হার ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট সংগ্রহ করে ৩০ নম্বরে আছে।
ক্যাম্প ন্যুতে।২১ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই ব্যবধান ১-০ করে সফরকারীরা। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে নিচু শটে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন আন্সগা। প্রথামার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রসে হেডে সমতা টানেন কুন্দে। মিনিট তিনেকের মধ্যেই আবার কুন্দে ম্যাজিক। এবার লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে ব্যবধান ২-১ করেন বার্সার ফরাসি ডিফেন্ডার। এরপর আর গোলের দেখা পায়নি আর কোনো দলই। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।