হোম > খেলা

তামিম ফিরছেন ক্রিকেটে

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল

ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভাব পুষিয়ে নিতে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন শুরু করেছে বিসিবি। এবারের আসর দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন ওপেনার তামিম ইকবাল। গত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ক্রিকেটার এখন আছেন ক্রিকেটের বাইরে। এনসিএলে চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

গতকাল এনসিএল টি-টোয়েন্টির আসন্ন আসর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেখানে তিনি মুশফিক-তামিমদের খেলা নিশ্চিত করেন। গত আসরে তামিম খেললেও মুশফিক-রিয়াদ প্রথমবার এই টুর্নামেন্ট খেলবেন। আকরাম বলেন, ‘আশা করছি তিনজনই খেলবে। তামিম চিটাগংয়ের সঙ্গে কথা বলেছে, মুশফিক সম্ভবত নির্বাচকদের অনুরোধ করেছে সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ কোনো কিছু সিলেক্টরদের বলেনি, তবে ও খেলব। খেলা উচিত।’

গতবার পুরো আসর আয়োজন করা হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার ভেন্যুর সংখ্যা বাড়াচ্ছে বিসিবি, যুক্ত হচ্ছে বগুড়া ও রাজশাহী। আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘একই জায়গায় দুটি মাঠ দরকার। আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়া, রাজশাহী এবং সিলেট। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

এছাড়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরো একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনছে বিসিবি। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে। আকরাম বলেন, ‘গতবার আমাদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার। এবার ৪০ হাজার করেছি। আমরা ফাইনাল-সেমিফাইনাল সিলেটে করব। পার ডে দুটি ম্যাচ। একটা বগুড়া, একটা রাজশাহীতে।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা