হোম > খেলা

‘টাকা দিতে পারছে না চট্টগ্রাম’, মালিকানা এখন বিসিবির

স্পোর্টস রিপোর্টার


সিলেট সুন্দর শীতের সকালে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কোন মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় আসতে পারে বদল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। মালিক প্রতিষ্ঠান ট্রাই অ্যাঙ্গেল সার্ভিসেস এক চিঠিতে দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। সেই চিঠিতে বিসিবিকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায় তারা।

টুর্নামেন্টের শুরুতে বিতর্ক ছড়ানো এই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ওই শঙ্কাই সত্যি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বদলে গেছে মালিকানা। এ নিয়ে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখাত রহমান মিঠু দৈনিক আমার দেশকে জানান, ‘তারা টাকা দিতে পারছে না। আমরা ওদের লোকজনকে টাকা দিতে চাপ প্রয়োগ করেছি। এসব কারণেই ওরা থাকছে না।’

তিনি আরও জানান, ‘গত কয়েকদিনে ওদেরকে নিয়ে অনেক নেগেটিভ মার্কেটিং হয়েছে। কেউ ওদের হয়ে খেলতে চাচ্ছে না। সব মিলিয়ে ওরা আর থাকতে চাচ্ছে না। বিসিবি দলের দায়িত্ব নিবে।’

বিপিএল শুরুর আগে এমন ফ্রাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘটনায় খানিকটা বিপাকে পড়েছে বিসিবি। যদিও তারা আগেই জানিয়ে দিয়েছিল, কোন দল ঠিকঠাক নিয়ম মেনে চলতে না পারলে দলের দায়িত্ব নিবে বিসিবি। শেষ পর্যন্ত সেটাই হলো।

বল নেই-সরঞ্জাম নেই, ক্ষুব্ধ হয়ে অনুশীলন ছাড়লেন নোয়খালির কোচ

জোড়া গোলে রেকর্ড গড়ে আলজেরিয়ার জয়ের নায়ক মাহরেজ

পকপক পরিচালকের মেয়াদে বিসিবি!

ভঙ্গুর চট্টগ্রাম শেষ মুহূর্তে সংকটে

পরিকল্পিত দলে সাফল্যের খোঁজে সিলেট

ফুরফুরে অজিদের বিপক্ষে মান রক্ষার লড়াই ইংলিশদের

বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস

শচীনের পর ১৬ হাজার রানের মাইলফলকে কোহলি

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সেমিতে আর্সেনাল

ক্রীড়াজগতকে বিদায় দুলাল মাহমুদের