হোম > খেলা

আইসিসির সভার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) ত্রৈমাসিক সভার শেষ দিনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় বিশ্ব ক্রিকেটের প্রায় সব বড় কর্মকর্তা ও সংগঠকের উপস্থিতিতে বিশ্বব্যাপী ক্রিকেটকে আরো জনপ্রিয় এবং উন্নয়নের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের মধ্যে নারী ক্রিকেটের উন্নতি, বিশ্বব্যাপী ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশেষভাবে উল্লেখযোগ্য।

সভায় গুরুত্ব সহকারে দেখা হয়েছে মেয়েদের বিশ্বকাপে দল বৃদ্ধির ব্যাপারটি। ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপকে ১০ দলে সম্প্রসারণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছে আইসিসি। মূলত নারী ক্রিকেটে দর্শক বৃদ্ধির চিন্তাই তাদের এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। চলতি বছর নারী বিশ্বকাপের ফাইনালে ভরপুর দর্শক বিস্মিত করেছে। আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে এবং টেলিভিশনে ও অনলাইনে কয়েক কোটি মানুষ এই টুর্নামেন্ট দেখেছেন।

আইসিসির সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বণ্টন বৃদ্ধির দিকটিও আলোচনায় এসেছে। ২০২৬ সালে সহযোগী সদস্যদের জন্য তহবিলের বণ্টন প্রায় ১০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে আইসিসি। এই অতিরিক্ত তহবিলের মাধ্যমে দেশগুলো তাদের স্থানীয় কার্যক্রম, হাই পারফরম্যান্স (এইচপি) কাঠামো ও উদীয়মান অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে আরো বিনিয়োগ করতে পারবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের বিতর্কের কোনো অবসান হয়নি। দেশটির ক্রিকেট বোর্ড বারবার আইসিসির নিয়ম ভঙ্গ করায় স্থগিতাদেশ বহাল রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। একই সঙ্গে অলিম্পিকের ম্যাচ সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে আইসিসি। আসরে মোট ২৮টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে। এছাড়া আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসে ক্রিকেট যুক্ত করাসহ ভিডিও গেমস তৈরি এবং নারী কমিটিতে নতুন সদস্যদের নিয়োগ অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

জাহানারাকে যৌন হেনস্থায় তদন্ত কমিটি গঠন বিসিবির

একদিনেই ভারতের হ্যাটট্রিক হার

গ্যালারির বল পাবেন দর্শক, তবে...

৮৯৪ দিন পর ক্যাম্প ন্যুতে বার্সেলোনা

আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের ইতিহাস

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও সিরিজ জিতল ভারত

বাড়ছে বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিটের দাম

আশা নিয়ে অপেক্ষায় বাংলাদেশ

বিদায় নিলেন গামিনী

দিলারা-শামীমার ব্যাটিং ঝড়