হোম > খেলা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

২০২৬ ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা। বিশ্বের অন্যতম বড় এই আসর আয়োজনে কোনো কমতি রাখতে চায় না তিন দেশ। প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এর মধ্যেই রক্ত হিম করা কাণ্ড ঘটে গেছে মেক্সিকোতে। মেক্সিকোর আক্রন স্টেডিয়ামের পাশ থেকে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। অথচ গ্রুপ-পর্বের চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে এখানে!

জানা গেছে, মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকায় পাওয়া গেছে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ। এগুলো পাওয়া গেছে গত সেপ্টেম্বরে। ফলে জলিস্কোকে বিশ্বকাপের আয়োজক শহর রাখা নিয়ে উদ্বেগ বেড়েছে ফিফার। আরও উদ্বেগের বিষয় হলো, অনুসন্ধানকারী দলগুলো নিশ্চিত করেছে যে এই মৃতদেহগুলোর সঙ্গে আপরাধী গোষ্ঠীর সংযোগ রয়েছে, আর জলিস্কো মেক্সিকোর অন্যতম মাদক পাচার চক্রের ঘাটি। মাদক পাচারকারী চক্রকে বলা হয় কার্টেল। জলিস্কোতে সক্রিয় নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত মাদক চক্র। এই কার্টেলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠন হিসেবেও চিহ্নিত করেছেন।

এই বছরের শুরুতে, হাজার হাজার মেক্সিকোর নাগরিক রাস্তায় নেমে দেশের ১ লাখ ৩০ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তির খোঁজের জন্য প্রতিবাদ করেন। এই মধ্যে জলিস্কোতেই নিখোঁজের সংখ্যা সর্বাধিক। দেশটির সামগ্রিক অপরাধের হারে শীর্ষ চারটি রাজ্যের মধ্যে এই রাজ্যের অবস্থান সবার ওপরে। মেক্সিকোর ন্যাশনাল সার্চ কমিশন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে জলিস্কোতে ৭,৩৭৬ জন নিখোঁজ হয়েছেন। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে আরও ৯,৫৯৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এতে প্রশ্ন উঠেছে- বিশ্বকাপ আয়োজনের জন্য রাজ্যটি কতটা প্রস্তুত? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিশ্বকাপ শুরু হলে।

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের

বোলারদের দাপটের মঞ্চে এগিয়ে নিউজিল্যান্ড

সিলেটের সহজ জয়, বরিশালের হার

হাল্যান্ডের গোলের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সা

শতভাগ ফিট হলেই বিশ্বকাপ দলে জায়গা পাবে নেইমার-ভিনি: আনচেলত্তি

বিসিবি নয়, ক্লাব চাইলে লিগ হবে, সংগঠকদের হুমকি