সালতামামি ২০২৫
বিদায় নিচ্ছে ২০২৫ সাল। এ বছর দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে নানান ঘটনা ঘটেছে। পেছনে ফিরলে দেখা যায় ভারত-পাকিস্তান দুদেশের দ্বৈরথ থেকে শুরু করে অর্জন-ব্যর্থতা ও বছরের শেষে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়। বছর শেষ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটের এসব ঘটনার দিকে বিশদ আলোকপাত করা যাক-
আন্তর্জাতিক ক্রিকেটে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক
বিশ্বক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নতুন নয়। কূটনৈতিক দিক থেকে শুরু করে খেলার মাঠেও দুদলের দ্বৈরথ বিদ্যমান। ২০২৫ সালের এশিয়া কাপেও দুদেশের এই দ্বৈরথ প্রকট হয়ে উঠেছিল। আগুনে ঘি ঢেলে দিয়েছিল ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। ভারতের বিপক্ষে ম্যাচের আগে টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বিতর্কের শুরু তখনই। এরপর ম্যাচ শেষে সূর্যকুমার ও শিবম দুবে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই সোজা হাঁটা দিয়েছেন ড্রেসিংরুমের দিকে। এরপর যা ঘটেছে, তা আরো বিস্ময়কর। সূর্য ও দুবে ড্রেসিংরুমে ঢুকতেই কেউ একজন দরজা লাগিয়ে দিয়েছেন, যেন পাকিস্তানের কেউ ভারতীয়দের সঙ্গে দেখা করতে না পারে!
এ ঘটনার জেরে এশিয়া কাপের পুরো আসর তাঁতিয়ে রেখেছিলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। হ্যান্ডশেক বিতর্কের পর হারিস রউফের হেলিকপ্টার ভূপাতিতের অঙ্গভঙ্গি, সাহেবজাদা ফারহানের ‘একে-৪৭’ তাক করে গুলির ইঙ্গিতে ঝলসে উঠেছিল দুদেশের সীমান্তের বারুদ! উত্তাপের রেশ এশিয়া কাপ ছাড়িয়ে পৌঁছে যায় নারী ওয়ানডে বিশ্বকাপেও। বিশ্বকাপের ম্যাচে টস শেষে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সূর্যকুমার যাদবের মতো হারমনপ্রিতও এড়িয়ে যান পাক অধিনায়ককে। এরপর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দেখা গেছে একই চিত্র! শেষমেশ এ বিতর্ককে সঙ্গী করেই শেষ হচ্ছে বছর।
ভারতের শ্রেষ্ঠত্ব
এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে আলোচনার ঝড় উঠলেও সেই ঝড় এক পাশে সরিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে ভারত। ফাইনালে পাকিস্তানকেই পাঁচ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরে তারা। ভারতকে চ্যাম্পিয়ন করার নায়ক তিলক ভার্মা। তিনটি চার ও চারটি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন তিলক। এর আগে মার্চে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও নিজেদের করে নেয় ভারত। এর আগে, মার্চ মাসে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত। একইভাবে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে ভারত।
দক্ষিণ আফ্রিকার শাপমোচন
২০২৫ সালটা দক্ষিণ আফ্রিকার জন্যেও সাফল্যময়। এই বছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে টেম্বা বাভুমার দল। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে ‘চোকার্স’ তকমা ঘুচিয়েছে তারা। এরপর ভারত সফরে গিয়েও ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান যুবাদের প্রতিশোধ
এশিয়া কাপের মূল আসরে ভারতের কাছে গ্রুপ পর্বের দুই ম্যাচসহ ফাইনালেও হারতে হয়েছিল পাকিস্তানকে। সিনিয়রদের সেই হারের ক্ষতে প্রলেপ টেনে দিয়েছে জুনিয়ররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে স্রেফ উড়িয়ে শিরোপা জিতেছে পাকিস্তানের যুবারা। ১৯১ রানের বিশাল জয়ে ১৩ বছর পর এই আসরের শিরোপা উদ্ধার করে পাকিস্তান। সবশেষ এবং প্রথমবার এই আসরে পাকিস্তান শিরোপা জিতে ২০০২ সালে। মজার ব্যাপার হলো, যুব এশিয়া কাপেও হ্যান্ডশেক করেননি দুদলের অধিনায়ক।
১১ দিনেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
বছরের শেষদিকে রোমাঞ্চের জন্ম দিয়েছে অ্যাশেজ। পোড়া ছাইয়ের দখল নিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক লড়াই জমল না এবার। ঘরের মাঠে ইংলিশদের নাকানি-চুবানি খাইয়েছে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচ শেষেই দুদলের ব্যবধান ৩-০! অর্থাৎ, টানা তিন টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা জয়ে মাত্র ১১ দিনেই সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। এ নিয়ে টানা পাঁচ সিরিজ ধরে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। এর মধ্যে তিনটি তারা জিতেছে, দুটি হয়েছে ড্র। ইংল্যান্ড সবশেষ অ্যাশেজ জিতেছে ঘরের মাঠে ২০১৫ সালে।