ক্লাব আল নাসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন কোচ স্তেফানো পিওলি। ইতালিয়ান এ ফুটবল গুরু সৌদি আরবের ক্লাবটি ছাড়লেও ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে যাচ্ছেন রিয়াদের এ জায়ান্ট ক্লাবটিতেই। আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন সিআর সেভেন। সৌদি সূত্রের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে বিবিসি।
চলতি জুনেই ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ হবে ৪০ বছরের বর্ষীয়ান এ মেগাস্টারের। সূত্র বলছে, আল নাসরের সঙ্গে দুই বছরের জন্য নতুন চুক্তি করতে পারেন পর্তুগিজ অধিনায়ক। গত মাসে ক্লাবের হয়ে বিদায়ী মৌসুমে সৌদি প্রো লিগে শেষ ম্যাচে খেলে এ ফুটবল মেগাস্টার জানিয়েছিলেন ‘অধ্যায়ের সমাপ্তি’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই পোস্টের পর খবর ছড়িয়ে পড়েছিল, সৌদি ক্লাবটি ছাড়তে যাচ্ছেন রোনালদো।