হোম > খেলা

শৈশবের ক্লাবের হয়ে শিরোপা জিতলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শেষ সময়টা শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে কাটাচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর ফিরেই গড়লেন ইতিহাস। ক্লাবটির হয়ে শিরোপা জিতলেন বিশ্বকাপজয়ী তারকা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশেন (এএফএ) রোজারিও সেন্ট্রালকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।


১৯৮৬-৮৭ মৌসুমের পর এই প্রথম লিগ জিতল ডি মারিয়ার ক্লাব রোজারিও সেন্ট্রাল। আর্জেন্টিনার লিগে এবার পাল্টে গেছে চ্যাম্পিয়ন দল নির্ধারণের নিয়ম। দক্ষিণ আমেরিকার এই দেশটির ঘরোয়া ফুটবল লিগের সিস্টেম কিছুটা জটিলই মনে হতে পারে অনেকের কাছে।


মূলত তাদের প্রধান টুর্নামেন্ট হচ্ছে অপার্তুরা এবং ক্লাউসুরা
আর্জেন্টিনার সাধারণ সিস্টেমে প্রতি বছর দুটি আলাদা টুর্নামেন্ট হয়, অপার্তুরা (যা বছরের প্রথম অংশে হয়) এবং ক্লাউসুরা (যা বছরের দ্বিতীয় অংশে হয়)। প্রতিটি টুর্নামেন্টের পর প্লে-অফ হয় এবং ওই টুর্নামেন্টের আলাদা চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।


অপার্তুরা চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ক্লাউসুরা চ্যাম্পিয়নের মধ্যে একটি সুপার ফাইনাল ম্যাচ হয়। যেটি সবচেয়ে বড় শিরোপা ধরা হয়ে থাকে। তবে এবার নিয়ম পরিবর্তন হয়েছে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন নতুন নিয়ম অনুযায়ী, দুটি টুর্নামেন্টের পয়েন্ট যোগ করে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে তারাই লিগ চ্যাম্পিয়ন।


রোসারিও সেন্ট্রাল ২০২৫ সালের দুটি টুর্নামেন্টের পয়েন্ট যোগ করে মোট ৬৬ পয়েন্ট অর্জন করেছে। এই পয়েন্টের ভিত্তিতে তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ছিল, তাই ডি মারিয়ার ক্লাবই চ্যাম্পিয়ন হয়। দুই নম্বরে থাকা বোকা জুনিয়র্স থেকে ৪ পয়েন্ট এগিয়ে ছিল তারা।

স্টার্কের ৭ উইকেট, ইংল্যান্ড অলআউট ১৭২

অ্যাশেজে আম্পায়ারিংয়ে বাংলাদেশের শরফুদ্দৌলা

ভূমিকম্পে আতঙ্কের মধ্যেই প্রথম সেশন শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১

ফাইনালে বাংলাদেশ না ভারত

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মহারণ শুরু আজ

টিভির পর্দায় মুশফিকের শততম টেস্টসহ আরো যত ম্যাচ

শ্রীলঙ্কা ৯৫ অলআউট

আফ্রিকার বর্ষসেরা হাকিমি

শততম টেস্টের অল্পস্বল্প গল্প

ক্রিকেটের অভিজাত একাদশে মুশফিক