দিনের শুরুতে অপেক্ষা ছিল মুশফিকুর রহিমের সেঞ্চুরির। দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সেঞ্চুরির পর বড় হয়নি তার ইনিংস। ১০৫ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে ভর করে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭ রান।
প্রথম সেশনে সেঞ্চুরি করে মুশফিক ফেরেন ১০৬ রানে। তাকে ফেরান স্পিনার ম্যাথিউ হ্যামফ্রিজ। পরে ৬ষ্ঠ উইকে জুটিতে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৭৭ রান যোগ করেন লিটন।
দারুণ জুটি গড়ার পর ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে ১০৩ রানে অপরাজিত আছেন লিটন। মিরাজ অপরাজিত আছেন ৩০ রানে।