হোম > খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

স্পোর্টস ডেস্ক

ভারতে নিরাপত্তা শঙ্কা থাকায় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায়। যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে ভারতের চাপে বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে বাদ দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে ‘চরম বিশৃঙ্খলা’ ও ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মার্ক বুচার। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বুচার ভারতের চ্যাম্পিয়নস ট্রফি খেলার ভেন্যু বদলের বিষয়টি উল্লেখ করে, ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন।

ভারতের বেলায় আইসিসির নিয়ম পাল্টানোর অভিযোগ নিয়ে বুচার বলেন, ‘এই ঘটনার আগে এমন অনেক উদাহরণ আছে, যেগুলোর সঙ্গে এর মিল পাওয়া যায়। বিশেষ করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি ইস্যু। সবাই জানত, ভারত পাকিস্তানে যাবে না এবং শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলো। ক্রিকেট ইতিহাসে বহুবারই টুর্নামেন্টের সূচি ও কাঠামো বদলানো হয়েছে কোনো একটি দলকে মানিয়ে নিতে, তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা নজিরবিহীন।’

বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি যেন ভবিষ্যতে অন্য দলের বেলায়ও কার্যকর হয়, সেই আর্জি জানিয়ে বুচার বলেন, ‘যখন কোনো দল, হোক সেটা সরকারের সিদ্ধান্তে বা নিজেদের কারণে- নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে কোনো দেশে যেতে চায় না, তখন দুটি পথ থাকা উচিত। হয় তারা খেলবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে, নয়তো সরে দাঁড়াবে এবং পরের দল সুযোগ পাবে।’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত সাফ ফুটসালজয়ীরা