আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাদের। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ দুটি ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার বিকালে ঢাকায় এসেছেন দেওয়ান হামজা চৌধুরী। দুপুরে এসে বিকালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল তার ।
কিন্তু ফ্লাইট মিস করায় দেরিতে ঢাকায় এসে পৌঁছান এই তারকা ফুটবলার। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে নতুন পথচলা শুরু হয়েছে হামজার।
এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সর্বশেষ গত ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্রয়ে করে বাংলাদেশ।