হোম > খেলা

১৫২ জন তুর্কি রেফারি বেটিংয়ে জড়িত

স্পোর্টস ডেস্ক

বেটিং নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। বাজি যে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে তুর্কি ফুটবলকে। এজন্য আবার কোনো ফুটবলার দায়ী নন। বাজিটা ধরছেন রেফারিরা। যাদের হাতে থাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব। সেই তারাই জড়িয়ে পড়েছেন বাজির সঙ্গে। এমন কাজ করছে তুরস্কের রেফারিদের বড় একটা অংশ। যা ভাবিয়ে তুলেছে টিএফএফ কর্মকর্তাদের।

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল টিএফএফ। তাতে শত শত রেফারির ব্যক্তিগত বেটিং অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, অভিযুক্ত রেফারিদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানগ্লু জানিয়েছেন, তুরস্কের পেশাদার লিগগুলোতে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনই বেটিং অ্যাকাউন্ট খুলেছেন। তার মধ্যে ১৫২ জন রেফারি সক্রিয়ভাবে বাজির সঙ্গে জড়িত।

যাদের বেটিং অ্যাকাউন্ট রয়েছে, তাদের মধ্যে সাতজন শীর্ষ পর্যায়ের রেফারি। ১৫ জন শীর্ষ পর্যায়ের সহকারীর দায়িত্বে রয়েছেন। ৩৬ জন বিভিন্ন পর্যায়ের রেফারি ও ৯৪ জন বিভিন্ন পর্যায়ের সহকারী। একজন রেফারি ১৮ হাজার ২২৭ বার বাজি ধরেছেন। আর ৪২ জন রেফারি এক হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। অন্যরা একবার বাজি ধরেছেন।

টিভির পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

আফগান নারী ফুটবলের পুনর্জন্ম!

থাইল্যান্ডে বাংলাদেশের প্রাপ্তি বলতে অভিজ্ঞতা

টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল পাকিস্তান

আফগানদের হারিয়ে শুরু যুবাদের

শিরোপা জিতল তুর্কমেনিস্তান

দ্বিতীয় ম্যাচেও কিংসের হার

ঢাকায় তিমুর লেস্তের আরচারি দল

বাংলাদেশ ব্যাংক চ্যাম্পিয়ন

দুই ড্রয়ের মাঝে রাজশাহীর হার