আইপিএলের ২০২৬ মৌসুম সামনে রেখে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
এছাড়াও কোচিং স্টাফেও আনা হয়েছে ব্যাপক রদবদল। সাবেক ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক তারকা শেন বন্ড আছেন বোলিং কোচের দায়িত্বে।
ফ্র্যাঞ্চাইজির ইউটিউবে প্রকাশিত ভিডিওতে সাঙ্গাকারা বলেন, ‘দলের লক্ষ্য স্পষ্ট, আমরা আইপিএল জিততে চাই। খেলোয়াড়দের মধ্যে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে নতুন উদ্যম নিয়ে নামা, এগুলোই আমাদের মূল ফোকাস হবে।’