সবশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। এরপর লম্বা সময় সাদা পোশাকের কোনো ম্যাচ না থাকায় তার উত্তরসূরি এখনো খুঁজে নেয়নি বিসিবি। তবে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দেবে বিসিবি। সম্ভাব্য নতুন অধিনায়ক কে হবে- সেটা নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করবে বিসিবি। গতকাল এমনটাই জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স কথা বলবে, নির্বাচকরা কথা বলবে, কোচিং স্টাফ যারা আছেন টপ তারা কথা বলবে। কথা বলে যে অধিনায়ক তারা মনে করবে সুইটেবল শুধু না, যে ক্যাপ্টেন হবে তাকে এগ্রি করতে হবে। এবং তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি আরো যোগ করেন, ‘আমরা তিন-চারজন নিয়ে কথা বলব। নির্ভর করবে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবার আছে একটা বেঞ্চমার্ক যদি মিট করে, আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেব।’
এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েও কথা বলেন তিনি। এ ব্যাপারে বুলবুল বলেন, ‘একেবারে নতুন অধিনায়ক। আমরা সবাই জানি মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবে। এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়। তার মধ্যে সেই সম্ভাবনা আছে।’