হোম > খেলা

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক

লামিনে ইয়ামালকে আগামীর সম্ভাবনাময় তরুণ বলেই ধরে নেওয়া হয়। ক্যারিয়ারের শুরু থেকেই চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য অনেকে তাকে লিওনেল মেসির কার্বন কপিও বলেন। প্রতিপক্ষের মুখেও স্প্যানিশ তারকাকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছোটে। এবার ইয়ামালকে ভিন্ন গ্রহের খেলোয়াড় বললেন রিয়াল ওবিয়েডোর কোচ গিয়ের্মো আলমাদা।

লা লিগার ম্যাচে রোববার ওবিয়েডোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে তৃতীয় গোলটি করেছেন ইয়ামাল। গোলটি ছিল দর্শনীয়। ওবিয়েডোর গোলরক্ষকের গোল কিকে মাঝমাঠের কাছে বল পেয়ে যান বার্সেলোনার মার্ক কাসাদো। তার বাড়ানো বলে ফ্লিক করেন ওলমো। বক্সের ভেতরে বল পেয়ে অ্যাক্রোবেটিক ভলিতে জালে পাঠান ইয়ামাল। এই গোলটিই চোখে লেগে আছে প্রতিপক্ষ কোচের।

ম্যাচ শেষে ১৮ বছর বয়সি ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলমাদা, ‘আমরা অন্য গ্যালাক্সির (গ্রহের) একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। তার মধ্যে অসাধারণ গুণ আছে এবং খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে নিজেকে মেলে ধরে। বয়স কম হলেও সে ইতোমধ্যেই একজন তারকা, যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

শুধু প্রতিপক্ষ কোচই নয়, বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিকও আরেকবার মুগ্ধ হলেন শিষ্যতে, ‘আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, দলের প্রথম গোলের সময় ইয়ামাল যা করেছে সেটা। যেভাবে সে চাপ তৈরি করেছে এবং বল রিকভার করে ওই গোলের সুযোগ তৈরি করেছে, এটাই আমরা চাই। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ও তিন পয়েন্ট পাওয়ার মূল চাবিকাঠি ছিল। আমার কাছে, এটা তৃতীয় গোলের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। তবে, অবশ্যই ফুটবলে তার গোল দেখতে সবাই ভালোবাসে এবং আমি খুশি যে, সে এমন একটি গোল করেছে।’

দাপুটে জয়ে কোয়ার্টারে সিনার ও শিয়াওটেক

‘পাকিস্তান বিশ্বকাপ না খেললে দেউলিয়া হয়ে যাবে সম্প্রচারকারীরা’

সুপার সিক্স থেকেই বিদায় বাংলাদেশের

মাদ্রিদে অবহেলিত এনড্রিক প্যারিসে ‘রেকর্ডম্যান’

বাংলাদেশকে সমর্থনে পাকিস্তানের ৩ বিকল্প, অপেক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত

জমকালো সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ীরা

ছাদখোলা বাসে রাজশাহী ঘুরবেন শান্তরা

বিশ্ব ক্রিকেটে ‘বিভক্তি’ নিয়ে শঙ্কা

টিভিতে অস্ট্রেলিয়ান ওপেনসহ আরও যত ম্যাচ

জমে উঠেছে প্রিমিয়ার লিগ, শীর্ষে ফিরল বার্সা