হোম > খেলা

হামজায় ফুটবল উন্মাদনা, নারীদের ইতিহাস ও আমিরুল চমক

ফিরে দেখা ২০২৫

স্পোর্টস রিপোর্টার

বিদায় নিচ্ছে ২০২৫, ক্যালেন্ডারের পাতা উল্টানোর অপেক্ষা। বিদায়ী বছরটি দেশের ক্রীড়াঙ্গনে ছিল বেশ আলোচিত ও ঘটনাবহুল। বিশেষ করে ফুটবল ও হকিতে রচিত হয়েছে নতুন ইতিহাস। বছরের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। তাকে ঘিরে বছরজুড়ে ছিল আলোচনা। নারী ফুটবলে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নেয় বাংলাদেশ সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ২২ বছর পর ঘরোয়া ফুটবল লিগে শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বছরের শেষ দিকে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিয়ে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ। এ বিশ্বকাপে চমক হয়ে আসেন আমিরুল ইসলাম। এছাড়া আরো নানা খেলায় অনেক সাফল্য এসেছে বছরজুড়ে।

ফুটবলে উন্মাদনা ও বাংলাদেশের ভারত জয়

২০২৫ সালে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্ন সত্যি হয়েছে হামজা চৌধুরীর। তার আগমনে নতুন করে জোয়ার উঠেছে বাংলাদেশের ফুটবলে। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য পূরণ না হলেও বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন হামজা। তার শৈল্পিক ফুটবলে মুগ্ধ হয়েছে দর্শকরা। তার বাইসাইকেল কিকের গোল দেশের ফুটবলে এখন ‘ট্রেডমার্ক’ হয়ে আছে। হামজার পাশাপাশি প্রবাসী ফুটবলার শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেলরা বাংলাদেশ দলের শক্তি সমৃদ্ধ করেন। তবে একের পর এক ম্যাচে শেষ মুহূর্তে গোল হজমের কারণে বড় দলের বিপক্ষে জয় পাচ্ছিল না বাংলাদেশ। তোপের মুখে পড়েন কোচ হাভিয়ের কাবরেরাও। অবশেষে বছরের শেষ দিকে (গত ১৮ নভেম্বর) এসে বহুল কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে তারা। ২২ বছর পর ভারতকে হারানোর কৃতিত্ব দেখায় হামজার বাংলাদেশ। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এ পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে সাত ম্যাচ খেলে চারটি গোল করেছেন হামজা। তার মতো এক ফুটবল যোদ্ধাকে পেয়ে স্বপ্নের পরিধি এখন অনেক বিস্তৃত বাংলাদেশের। অন্যদিকে, ঘরোয়া ফুটবলে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের কীর্তি গড়ে মোহামেডান। বসুন্ধরা কিংস ও আবাহনীর মতো দলকে পেছনে ফেলে ধারাবাহিক পারফরম্যান্স দেখায় কোচ আলফাজ আহমেদের দল।

নারী ফুটবলে বিদ্রোহ ও নতুন দিগন্তের সূচনা

টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এশিয়া অঞ্চলেও ছুটে চলে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের ভেলা। গত জুন-জুলাইয়ে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ ও তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। সিনিয়র দলের পথ ধরে প্রথমবার নারী এশিয়া কাপে নাম লেখায় অনূর্ধ্ব-২০ দলও। সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছে তারা। তবে এসব সাফল্যের আগে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাবিনা-মারিয়াদের বিদ্রোহে দেশের নারী ফুটবলে ছিল টালমাটাল অবস্থা। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সময় থেকেই কোচের সঙ্গে দূরত্ব তৈরি হয় খেলোয়াড়দের। অধিনায়ক সাবিনাসহ ১৮ ফুটবলারকে বাদ দিয়ে দল গঠন করেন ইংলিশ কোচ। পরে বিদ্রোহী খেলোয়াড়দের অধিকাংশ কোচ বাটলারের অধীনে খেললেও সাবিনা, মাসুরারাও এখনো জাতীয় দলের বাইরে আছেন।

হকিতে আমিরুল-আলো, কাবাডি-আর্চারিতে সাফল্য

বছরের শেষ দিকে প্রথমবার অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলে আলোচনায় আসে বাংলাদেশ হকি দল। এ বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে ২৪ দলের মধ্যে ১৭তম হয়েছে তারা। জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। বিশ্বকাপের মঞ্চে দ্যুতি ছড়ান আমিরুল ইসলাম। ১৮ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন এই ডিফেন্ডার। অন্যদিকে এই বছরই বাংলাদেশ প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করে। এ বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের মেয়েরা। তবে জাতীয় দল থেকে রাসেল মাহমুদ জিমির বাদ পড়ায় প্রশ্ন ওঠে। অন্যদিকে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখান সাগর ইসলাম। এশিয়ান পর্যায়ে দ্বিতীয় বাংলাদেশি আর্চার হিসেবে তার এই সাফল্য বেশ প্রশংসিত হয়েছে। ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুটি পদক জয় জিতেছে। তবে আলোচনায় ছিল দেশসেরা আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকীর দেশান্তরী হওয়ার ঘটনাটিও। এছাড়া ইসলামিক সলিডারিটি গেমসে পাঁচ পদক জিতেছে বাংলাদেশ।

আর্সেনাল-সিটির জয়ের রাতে রোনালদোর ম্যাজিক

রানার হ্যাটট্রিকও জেতাতে পারেনি নোয়াখালীকে

ম্যানইউয়ের জয়ের নায়ক ডোরগু

মেলবোর্নের পিচ নিয়ে অসন্তুষ্ট স্টোকস-স্মিথরা

ফাইনালে মৌলভীবাজার-খুলনা ও ব্রাহ্মণবাড়িয়া-রংপুর

রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ালো মোহামেডান

কোচ হারানোর শোক কাটিয়ে জিতল ঢাকা

জাকির শোকে মুহ্যমান ক্রিকেটাঙ্গন

মির্জার ব্যাটে চট্টগ্রামের জয়

মাঠেই বুকে ব্যথা, হাসপাতালে মারা গেলেন ক্রিকেট কোচ জাকি