হোম > খেলা

পরিকল্পিত দলে সাফল্যের খোঁজে সিলেট

স্পোর্টস রিপোর্টার

নিলাম টেবিলে বসার আগেই নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজকে দলে ভেড়ায় সিলেট টাইটান্স। আর বিদেশি ক্যাটাগরিতে মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে নেয়। তাতেই বোঝা যাচ্ছিল শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সিলেট টাইটান্স। হয়েছেও তাই, নিলাম টেবিলে যেমন পরিকল্পনা সফল করেছে ঠিক তেমনি নিলামের পরে ভেড়ায় আজমতউল্লাহ ওমরজাই-মঈন আলিদের মতো ক্রিকেটারদের। দারুণ দল গড়া সিলেট টাইটান্স থাকবে শিরোপার দৌড়ে। অন্তত কাগজে-কলমে তাদের স্কোয়াড এমনই বার্তা দিয়ে রাখছে।

সিলেট টাইটান্সের ওপেনিংয়ে থাকবেন পারভেজ হোসেন ইমন। তার সঙ্গী হবেন অ্যারন জোন্স অথবা সাইম আইয়ুব। এছাড়া ওপেনিংয়ে থাকতে পারেন সিলেটের লোকাল বয় জাকির হাসান কিংবা তৌফিক খান তুষার। খানিকটা আগ্রাসী ভূমিকায় খেলেন সিলেটের এই চার ওপেনার। ফলে দলটির কাছে বিধ্বংসী শুরু আশা করাই যায়। দলটির মিডল অর্ডারে থাকবেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া আরিফুল ইসলাম ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পাশাপাশি বিদেশি রিক্রুট মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন মিডল অর্ডারের ভরসায়।

দারুণ ব্যাটিং লাইনআপ গড়া সিলেট টাইটান্সের বোলিং লাইনআপও বেশ সাজানো-গোছানো। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে আছেন দেশি ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। এছাড়া লোয়ার অর্ডারে তাণ্ডব চালাতে পারদর্শী আজমতউল্লাহ ওমরজাইও আছেন সিলেটের স্কোয়াডে। তাকে অবশ্য আইএল টি-টোয়েন্টি শেষ না হওয়া পর্যন্ত পাচ্ছে না দলটি। দলটি স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ। সঙ্গে আছেন মঈন আলী ও অধিনায়ক মিরাজ নিজে। দলটির মূল স্কোয়াড যেমন শক্তিশালী সাইড বেঞ্চও বেশ স্ট্যাবল। রুয়েল মিয়া, রনি তালুকদার, শহিদুল ইসলাম ও রাহাতুল ফেরদৌস জাভেদরা থাকবেন সাইডলাইনে। এছাড়া টেস্ট ক্রিকেটার তকমা পাওয়া মমিনুল হকও আছেন নিজেকে প্রমাণে মরিয়া হয়ে।

ক্রিকেটারদের এমন দারুণ পারফরম্যান্স আর পারফর্ম করার মানসিকতাই এগিয়ে রাখবে দলটিকে। সিলেট টাইটান্স স্কোয়াডে সবচেয়ে বেশি নজর কেড়েছে দলটিতে সিলেটি ক্রিকেটারদের আধিপত্য। দলটিতে অন্তত সাতজন সিলেটি ক্রিকেটার আছেন। নিজ বিভাগের ক্রিকেটারদের দলে ভেড়াতে কোনো কার্পণ্য করেনি সিলেট টাইটান্স। পাশাপাশি বিদেশি মানসম্পন্ন ক্রিকেটার আনতেও কোনো কৃপণতা করেনি।

সিলেটের আগের ফ্রাঞ্চাইজিগুলোর মানসম্পন্ন বিদেশি না ভেড়ানোর যে অভিযোগ ছিলÑসেই ধারা থেকে বেরিয়ে এসেছে দলটি। মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়ে সেই বার্তাটাই দিয়ে রেখেছে তারা। নিলামের আগে পরে ক্রিকেটার ভেড়াতে দারুণ কৃতিত্ব দেখানো সিলেট টাইটান্সের আশা চ্যাম্পিয়ন হওয়া। দলটির স্কোয়াডও দিচ্ছে তেমন বার্তা। শেষ পর্যন্ত মাঠের খেলায় কতটুকু পারফর্ম করতে পারে সেটাই দেখার অপেক্ষা।

সিলেট থেকে বিপিএল শুরু হওয়ায় খানিকটা বাড়তি সুযোগ পাবে দলটি। ঘরের মাঠে শুরু করবে এবারের আসর। ফলে ঘরের মাঠে দর্শকদের বাড়তি অনুপ্রেরণা ও সমর্থনে কেমন শুরু করে সেটাই এখন দেখার অপেক্ষা।

সিলেট টাইটান্স স্কোয়াড

নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, রবিউল ইসলাম রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলি, এথান ব্রুকস।

জোড়া গোলে রেকর্ড গড়ে আলজেরিয়ার জয়ের নায়ক মাহরেজ

পকপক পরিচালকের মেয়াদে বিসিবি!

ভঙ্গুর চট্টগ্রাম শেষ মুহূর্তে সংকটে

ফুরফুরে অজিদের বিপক্ষে মান রক্ষার লড়াই ইংলিশদের

বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস

শচীনের পর ১৬ হাজার রানের মাইলফলকে কোহলি

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সেমিতে আর্সেনাল

ক্রীড়াজগতকে বিদায় দুলাল মাহমুদের

সেনেগাল, নাইজেরিয়া, তিউনিসিয়া ও কঙ্গোর জয়

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস