হোম > খেলা

বিশ্বমঞ্চে ছয় আর্জেন্টাইন কোচ, পাঁচজনই একই প্রদেশের

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশন নিয়েই যুক্তরাষ্ট্র সফরে যাবে লিওনেল মেসিরা। ২০২৬ বিশ্বকাপ আলবিসেলেস্তেরা যে দাপট দেখাবে- এ আর এমন কী! একে তো শিরোপা জয়ের লড়াইয়ে তারা ফেভারিট টিম, তার ওপর রয়েছে দারুণ ফর্মে। আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে দেশটির কোচরাও আধিপত্য বিস্তার করবেন বিশ্বমঞ্চের ডাগআউটে।

ফুটবল মহাযজ্ঞে আর্জেন্টাইন ফুটবলাররা দ্যুতি ছড়াবেন- এটা না বললেও হয়তো চলে। কিন্তু আর্জেন্টাইন কোচরাও বিশ্বকাপে কীভাবে আলো ছড়াবেন? ব্যাপারটি হঠাৎ করে বুঝতে অসুবিধা হতেই পারে। এবার তাহলে খোলাসা করা যাক পুরো ব্যাপারটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কাডানার মাটিতে বসবে ৪৮ দলের বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট কেটেছে ৪২ দল। বাকি ছয় দল আসবে প্লে-অফ থেকে। সব দলের কোচের জন্মস্থান পর্যালোচনা করে বিস্ময়কর এক তথ্য দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’।

আগামী বিশ্বকাপের ডাগআউটে থাকবেন ৪৮ দলের ৪৮ কোচ। তার মধ্যে ছয়জনই আর্জেন্টাইন কোচ। আরো অবাক করা তথ্য হলো, এই ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে পাঁচজনেরই জন্ম একই প্রদেশেÑসান্তা ফে। এটি এক রেকর্ড। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির জন্মস্থানও এই সান্তা ফে প্রদেশেরই রোজারিও শহরে।

আর্জেন্টিনার সৌভাগ্যবান ছয় কোচ হলেনÑকলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, ইকুয়েডরের কোচ সেবাস্টিয়ান বেকাচ্চেচে, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুধু লরেঞ্জোর জন্ম বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়। বাকি পাঁচ কোচের জন্মই সান্তা ফে-তে। ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফে ওঠা দলগুলোতে কোনো আর্জেন্টাইন কোচ নেই।

রাফিনহার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার

বেলজিয়ামের গতিময় ফুটবল ও ইরান-মিসর-নিউজিল্যান্ডের লড়াই

টিভিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই

লিভারপুল-চেলসির জয়

সব দলের অংশগ্রহণে লিগের দাবি ক্রিকেটারদের

বিএসপিএ বর্ষসেরা রিফাত মাসুদ

আবাহনীর গোল উৎসব

বয়কটের আনুষ্ঠানিক চিঠি পায়নি সিসিডিএম!

এশিয়ান যুব প্যারা গেমসে বাংলাদেশের পাঁচ পদক

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের