হোম > খেলা

নিলাম তালিকা নিয়ে অসন্তুষ্ট ক্রিকেটাররা

বিপিএল নিলাম

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হবে নিলাম। এর আগে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে বিপিএলে নিলাম উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা। সেখানে ১৬৬ দেশি ক্রিকেটারের পাশাপাশি আছে ৬০ বিদেশি ক্রিকেটারের নাম। নিলামে ওঠা ১৬৬ বাংলাদেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে পাঁচ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরি নিয়ে ক্ষোভ আছে ক্রিকেটারদের মধ্যে। একাধিক ক্রিকেটার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এভাবে নিলামের ক্যাটাগরি হতে পারে না।

এবারের বিপিএলের নিলামে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ছয় ক্রিকেটার, ‘বি’ ক্যাটাগরিতে আছেন ২০ ক্রিকেটার। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে আছে যথাক্রমে ১৮ ও ১৯ জন ক্রিকেটার করে। ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে আছেন ৩৭ ও ৬৬ জন করে ক্রিকেটার। বিসিবির ঠিক করে দেওয়া নিয়ম অনুযায়ী ‘এ’ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক একজন করে ক্রিকেটারকে দলে নিতে হবে। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক তিনজন ক্রিকেটার দলে ভেড়াতে হবে এবং ‘ই’ ক্যাটাগরি থেকে নিতে হবে দুজন করে ক্রিকেটার। তাতে শঙ্কা জেগেছে, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে। এসব কারণেই নিলামে ক্রিকেটার তালিকা ও ক্যাটাগরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার আমার দেশকে বলেন, ‘নিলামের ক্যাটাগরি নিয়ে কিছু বলার নেই। যে যেভাবে পারছে নিলামে নিজেদের ক্যাটাগরি উপরে উঠিয়ে নিয়েছে।’ আরেক ক্রিকেটার আমার দেশকে জানান, ‘যেভাবে নিলামের ক্যাটাগরি হয়েছে, এটা নিয়ে বলার মতো কিছু নেই। উপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররাই শুধু দল পাবে। বাকিরা সবাই মাঠের বাইরে থাকবে।’

শেষ ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে শ্রীলঙ্কা

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

আর্সেনালের কাছে পরাস্ত বায়ার্ন

তাওহিদের সাহসী ব্যাটিংয়ের পরও হারল বাংলাদেশ

অলিম্পিকে চোখ খই খই মারমার

বড় স্কোরে আয়ারল্যান্ডের বড় স্বপ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এমবাপ্পের একহালিতে রিয়ালের রুদ্ধশ্বাস জয়

৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির নায়ক ভিতিনহা

ছন্দে ফেরার অপেক্ষায় বাংলাদেশ