হোম > খেলা

সালমানের সেঞ্চুরিতে বড় পুঁজি পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত খেললেন সালমান আগা। দাপুটে ব্যাটিং নৈপুণ্যে উপহার দিলেন অসাধারণ এক সেঞ্চুরি। তার জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সঙ্গে ফিফটি হাঁকান হোসেইন তালাত। দুজনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার এখন ৩০০ রান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ১৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরেন সাঈম আইয়ুব। দলীয় ৬৮ রানে ফখর জামান, দলীয় ৭৬ রানে মোহাম্মদ রিজওয়ান আর দলীয় ৯৫ রানে বাবর আজম প্যাভিলিয়নের পথ ধরেন।

ওপেনার ফখর ৩২ রান এনে দিলেও হতাশ করেন আইয়ুব। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। রিজওয়ান ৫ রান পেলেও দলীয় সংগ্রহে বাবর যোগ করেন ২৯ রান। তবে দলের বিপদ কাটিয়ে সালমান অপরাজিত থেকে যান ১০৫ রানের দুর্বার এক ইনিংস খেলে। তার ৮৭ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। আর তার পার্টনার হোসেইন তালাত সন্তুষ্ট থেকে যান ৬২ রানের চমৎকার ইনিংসে। সালমান-তালাত মিলে পঞ্চম উইকেট জুটিতে ১২১ বলে ১৩৮ রানের দারুণ এক জুটি গড়েন। তাতেই পাকিস্তান পেয়ে যায় বড় স্কোরের ভিত। ব্যাটিং লড়াই শেষে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ ছাড়েন মোহাম্মদ নাওয়াজ।

শ্রীলঙ্কার জার্সি গায়ে দশ ওভার বোলিং করে ৫৪ রান খরচে ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন পাকিস্তানের তিনটি উইকেট। ৬৪ রান দিয়ে মহেশ ঠিকশানা ও ৪২ রান দিয়ে আসিথা ফার্নান্ডো একটি করে উইকেট পেয়েছেন।

নিজেদের মাঠে আগের সিরিজে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সফরকারী দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। জয়ের সেই ধারা এবার লঙ্কা সিরিজেও বইয়ে নিয়ে গেলেন শাহীন শাহ আফ্রিদিরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২৯৯/৫, ৫০ ওভার (সালমান ১০৫*, তালাত ৬২, নাওয়াজ ৩৬*, ফখর ৩২, বাবর ২৯; হাসারাঙ্গা ৩/৫৪, আসিথা ১/৪২ ও ঠিকশানা ১/৬৪)। (অসমাপ্ত)

‘ইনশাআল্লাহ আমরা জিতব’

ইকোনমিক্যাল বোলিংয়ে খুশি হাসান মাহমুদ

নাসিমের বাড়িতে গুলি, পাঁচজন আটক

মেক্সিকোর প্রেসিডেন্ট নিজের বিশ্বকাপ টিকিট দেবেন এক মেয়েকে

কুলসুমকে ঘিরে এখন বাংলাদেশের আশা

খুলনার নায়ক মাহেদি-সৌম্য, বরিশালের তানভীর

প্রথমদিন দু’দলের সমান সমান গেল

ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার মুরাদ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ