হোম > খেলা

ভারতের কাছে এবার ৭ উইকেটে হারল উইন্ডিজ

দিল্লি টেস্ট

স্পোর্টস ডেস্ক

আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত জিতেছিল ইনিংস ব্যবধানে। এবার তারা দিল্লিতেও পেল বড় জয়। শুভমান গিলের দল ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল ভারতীয়রা। রোস্টন চেজদের হোয়াইওয়াশ করে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জিতলেন গিল।

ভারতের জয়ের লক্ষ্য ছিল ১২১। লোকেশ রাহুলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৪ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৫৮* রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাহুল। আর দলীয় স্কোরে ৩৯ রান যোগ করেন সাই সুদর্শন।

ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট শিকার করেন রোস্টন চেজ। আর একটি উইকেট পেয়েছেন জোমেল ওয়ারিক্যান।

তার আগে এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮/১০ ও ৩৯০/১০, ১১৮.৫ ওভার (ফলোঅন) (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, গ্রেভস ৫০*, চেজ ৪০, সিলস ৩২; বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪ ও সিরাজ ২/৪৩)।

ভারত : ৫১৮/৫ ডি. ও ১২৪/৩, ৩৫.২ ওভার (সুদর্শন ৩৯, রাহুল ৫৮*, গিল ১৩*, জয়সওয়াল ৮; চেজ ২/৩৬ ও ওয়ারিক্যান ১/৩৯)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: কুলদীপ যাদব।

সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা

সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ী ভারত।

টিভিতে উলভারহ্যাম্পটন-ম্যানইউ ম্যাচসহ আরও যত খেলা

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

‘বিদ্রোহী’দের ছাড়াই মাঠে গড়াবে ঢাকা লিগ

দুই ফাইফার ও সেঞ্চুরির দিন

অভিষেকেই উজ্জ্বল মোস্তাফিজ

দুবাই সফরে বাংলাদেশ আরচারি দল

বার্সা-পিএসজির উৎসবের রাতে লিভারপুলের হতাশা

সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

ব্রিসবেনে ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার, হারের বৃত্তে ইংল্যান্ড

বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা