নারী এনসিএল
বিকেএসপিতে নারী এনসিএলের উদ্বোধনী দিনে ব্যাট হাতে ঝড় তোলেন খুলনার দিলারা দোলা ও সিলেটের শামীমা সুলতানা। দিলারা ৪৪ বলে করেন ৭৮ রান ও শামীমা ৬৪ বলে করেন ৮৭ রান। শামীমার ব্যাটে সিলেট জয় পেলেও দিলারা নিজ দল খুলনাকে জেতাতে পারেননি।
বিকেএসপিতে বরিশালের কাছে খুলনা হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। ৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন বরিশাল অধিনায়ক রাবেয়া খান। সিলেট-ময়মনসিংহ ম্যাচে শামীমা ছিলেন ম্যাচসেরা।
অন্য দুই ম্যাচে জয় পেয়েছে রংপুর ও চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটে ৯৮ রান তোলে রংপুর। এই লক্ষ্য তারা করতে গিয়ে ৭ উইকেটে ৮৭ রানে থামে রাজশাহীর মেয়েদের ইনিংস।
আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ৮১ রান তোলে চট্টগ্রাম। ওই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ ছিল ঢাকা। তাদের ইনিংস থামে ৯ উইকেটে মাত্র ৬১ রানে।