হোম > খেলা

জয়ের ধারাবাহিকতা চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

দুই দলের সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাস ১০ আগে হওয়া ওই সিরিজে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন ক্যারিবিয়ানদের সামনে। আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃস্বপ্ন হতে পারে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়া। আগের সিরিজে হোয়াইটওয়াশ হলেও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে খানিকটা এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। দুই দলের ১৮ দেখায় বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ ম্যাচে। একটিতে আসেনি কোনো ফলাফল। পরিসংখ্যানে দুদলের এই কাছাকাছি অবস্থানে স্পষ্ট মাঠের লড়াইয়ে তৈরি হতে পারে প্রতিদ্বন্দ্বিতা।

সবশেষ সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর থেকে খানিকটা উড়ন্ত ছন্দে আছে বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হারের পর টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে বাংলাদেশ। সবশেষ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে আমিরাতের মাটিতে। ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশ খানিকটা উড়ন্ত ছন্দে আছে সেটা বেশ ভালোভাবেই বলা যায়।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে খানিকটা ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজে গড়তে পারেননি কোনো প্রতিদ্বন্দ্বিতা। পরে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে। ফলে খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তবে পিছিয়ে থাকলেও সেরা স্কোয়াড নিয়েই চট্টগ্রামে পৌঁছেছে তারা। শাই হোপের নেতৃত্বাধীন দলে জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েলদের মতো হার্ডহিটাররা যোগ দিয়েছেন। এছাড়া আছেন শেরফন রাদারফোর্ড, আকিল হোসেইন ও খাইরি পিয়েরিদের মতো ক্রিকেটাররা।

তাদের এমন শক্তিশালী স্কোয়াড স্পষ্ট বার্তা দেয়, বাংলাদেশকে দুর্বল ভেবে মাঠে নামছে না তারা। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে মাত্র একটি পরিবর্তন নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকা সৌম্য সরকারের জায়গায় দলে ফিরেছেন লিটন দাস। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে।

দুদলের এই শক্তিশালী স্কোয়াড চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা।

হ্যারি ব্রুকের সেঞ্চুরি ছাপিয়ে নিউজিল্যান্ডের জয়

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান লিটন

রিয়ালের প্রতিশোধ নাকি বার্সার সিংহাসন দখল

নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি মেয়েরা

অনুমোদনের অপেক্ষায় নতুন গঠনতন্ত্র

ভিনি-এমবাপ্পেকে রুখতে মরিয়া বার্সা

টিভির পর্দায় রিয়াল-বার্সার এল ক্লাসিকো

জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি

সান্ডারল্যান্ডের চমক, ম্যানইউর জয়