জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সহজ পেয়েছে সিলেট। অমিত হাসানের ডাবল সেঞ্চুরির সুবাদে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট। প্রথম ইনিংসেই ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল রাজশাহী। এরপর অমিতের ডাবল সেঞ্চুরি ও আব্দুল্লাহ গালিবের ১৮০ রানের সুবাদে বিশাল লিড পায় সিলেট। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর প্রিতম কুমার সেঞ্চুরি করলেও সিলেটের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৮ রান। বিনা উইকেটেই সেই রান টপকে গেছে তারা।
অন্য ম্যাচে সোহাগ গাজী সেঞ্চুরি করলেও হেরেছে বরিশাল বিভাগ। বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ। সোহাগের সেঞ্চুরিতে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস। ১৪৯ বলে ১০২ রান করেন সোহাগ। এর আগে প্রথম ইনিংসে ৩৫৪ ও দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করে ময়মনসিংহ। জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় বরিশাল। ৩৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস। অন্য ম্যাচে, ড্র করেছে খুলনা ও ঢাকা বিভাগ।
৬ ম্যাচ শেষে ২ জয় ও ৪ ড্রয়ে ৮ পয়েন্ট সিলেটের। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ময়মনসিংহ, রানরেটে পিছিয়ে সিলেট। আর ৬ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া রাজশাহী ৮ দলের মধ্যে আছে সবার নিচে। সবার নিচে ঢাকা, খুলনা আছে চারে।