হোম > খেলা

সিলেটের সহজ জয়, বরিশালের হার

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সহজ পেয়েছে সিলেট। অমিত হাসানের ডাবল সেঞ্চুরির সুবাদে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট। প্রথম ইনিংসেই ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল রাজশাহী। এরপর অমিতের ডাবল সেঞ্চুরি ও আব্দুল্লাহ গালিবের ১৮০ রানের সুবাদে বিশাল লিড পায় সিলেট। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর প্রিতম কুমার সেঞ্চুরি করলেও সিলেটের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৮ রান। বিনা উইকেটেই সেই রান টপকে গেছে তারা।

অন্য ম্যাচে সোহাগ গাজী সেঞ্চুরি করলেও হেরেছে বরিশাল বিভাগ। বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ। সোহাগের সেঞ্চুরিতে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস। ১৪৯ বলে ১০২ রান করেন সোহাগ। এর আগে প্রথম ইনিংসে ৩৫৪ ও দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করে ময়মনসিংহ। জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় বরিশাল। ৩৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস। অন্য ম্যাচে, ড্র করেছে খুলনা ও ঢাকা বিভাগ।

৬ ম্যাচ শেষে ২ জয় ও ৪ ড্রয়ে ৮ পয়েন্ট সিলেটের। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ময়মনসিংহ, রানরেটে পিছিয়ে সিলেট। আর ৬ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া রাজশাহী ৮ দলের মধ্যে আছে সবার নিচে। সবার নিচে ঢাকা, খুলনা আছে চারে।

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

ফুটসাল দলে সাবিনা, কৃষ্ণারা

হামজাদের ম্যাচ থেকে আয় ৪ কোটি টাকা

মেক্সিকোর স্টেডিয়ামের আশপাশ যেন নীরব ‘মৃত্যুপুরী’

পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু মেয়েদের

বোলারদের দাপটের মঞ্চে এগিয়ে নিউজিল্যান্ড

হাল্যান্ডের গোলের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সা

শতভাগ ফিট হলেই বিশ্বকাপ দলে জায়গা পাবে নেইমার-ভিনি: আনচেলত্তি

বিসিবি নয়, ক্লাব চাইলে লিগ হবে, সংগঠকদের হুমকি