হোম > খেলা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

স্পোর্টস ডেস্ক

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে এবার কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে সেই কঠোর অবস্থানে আর বিসিবি থাকতে পারল কই? বিপিএল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পুরো পারিশ্রমিক পাননি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। এ নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন দলটির দুই ক্রিকেটার শামীম পাটোয়ারী ও তাসকিন আহমেদ। দুজন ক্রিকেটারেরই অভিযোগ ৫০ শতাংশ পারিশ্রমিক পাননি তারা। শুধু ঢাকা ক্যাপিটালস নয়, পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা ক্রিকেটারদেরও।

গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। সেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা শামীম পাটোয়ারী জানান তিনি ৫৬ লাখ টাকার মধ্যে মাত্র ২৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন। অন্যদিকে তাসকিন আহমেদ জানান, তার চুক্তির এক কোটি টাকার ২৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন। অর্থাৎ, মোট পারিশ্রমিকের ৫০ শতাংশ পারিশ্রমিকও পাননি। শুধু শামীম-তাসকিন নন পারিশ্রমিক না পাওয়ার তালিকায় আছেন দলটির অন্য দেশি ক্রিকেটাররাও।

পারিশ্রমিক না পাওয়া প্রসঙ্গে শামীম পাটোয়ারী জানান, যা বলেছি সত্য। আমরা শতভাগ পারিশ্রমিক এখনো পাইনি। কবে পাব সেটাও জানি না। দলটির অধিনায়কত্ব করা মোহাম্মদ মিঠুন আমার দেশকে বলেন, ‘টুর্নামেন্ট চলাকালে সবাই ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। এরপর আরো তিন লাখ করে টাকা পেয়েছি। এরপর আর কোনো টাকা পাইনি।’ টাকা না পেলেও চেক পেয়েছেন বলে জানান তিনি। তবে সেই চেক দিয়ে এখনো কোনো টাকা উত্তোলন করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন।

এ নিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, ‘চেক দিয়েছে। তবে চেক জমা দেওয়ার ডেট দিয়েছিল। সেই তারিখে আমরা চেক জমা দিতে পারিনি। পরে দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা কোনো তারিখ দেয়নি। চেষ্টা করছি, বলে জানিয়েছে। এখন দেখা যাক কী হয়।’ বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না সে বিষয়ে মিঠুন বলেন, ‘গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব (ইফতেখার রহমান) মিঠু ভাইকে জানিয়েছে। সম্ভবত দলগুলোকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তিনি জানিয়েছে, এই সময়ের মধ্যে ক্রিকেটাররা টাকা না পেলে দলগুলোর জমা দেওয়া ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে আমাদের পারিশ্রমিক দেওয়া হবে।’

এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শাখাওয়াত হোসেন জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে গণমাধ্যমে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি তার চোখে পড়েছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। এছাড়া সাড়া পাওয়া যায়নি ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষের। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেয়নি তারা।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা