হোম > খেলা

ফিরেই শেফিল্ডের জয়ের নায়ক হামজা

স্পোর্টস ডেস্ক

গত ২৫ মার্চ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। সে ম্যাচ শেষে বৃহস্পতিবার ইংল্যান্ড ফিরে যান তারকা ফুটবলার। ইংলিশ মুলুকে ফিরেই শেফিল্ড ইউনাইটেডের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামজা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার দিবাগত রাতে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড। দলের জয়ের দিনে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটাই করেননি হামজা। এরপরও ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা এই ফুটবলার। প্রতিপক্ষের দারুণ সব আক্রমণ ঠেকিয়ে দিয়ে মাঝমাঠে বল সরবরাহের কাজটা ঠিকমতোই পালন করেছেন ২৭ বছর বয়সী হামজা।

ব্রামল লেন স্টেডিয়ামে কভেন্ট্রির বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না হামজা। নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়। তার আগে ৪৮ বার বলে টাচ করেন। তার করা ৩১ পাসের মধ্যে ২৫টাই ছিল নিখুঁত। পুরো ম্যাচে তাকে পার করতে পারেননি সফরকারী দলের কোনো ফুটবলার। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন চারবার। ডুয়েলে জিতেছেন দুইবার।

এছাড়া একটি ব্লক, দুইটি ট্যাকেল, চারটি ইন্টারসেপশন, তিনটি রিকোভারির পাশাপাশি তিনবার ফাইনাল থার্ডে পাস দেন হামজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে রেটিংয়ে ১০ এ ৯ দিয়েছে দ্য ইয়র্কশায়ার পোস্ট। বাকিদের মধ্যে কাউকেই ৭ এর বেশি রেটিং দেয়নি প্রচারমাধ্যমটি। অন্যদিকে হামজাকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব। এমন দারুণ পারফরম্যান্সের পর ৮৯ মিনিটে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালি দিয়ে হামজাকে সম্মান জানান সমর্থকরা।

ম্যাচের ১৯তম মিনিটে গোস্তাভো হামেরের কল্যাণে প্রথমবারের মতো এগিয়ে যায় শেফিল্ড। ১১ মিনিট পর স্বাগতিকদের হয়ে ব্যবধান বাড়ান টাইরেসে ক্যাম্পবেল। ৬২ মিনিটে তৃতীয় এবং শেষ গোলটি করেন রায়ান ব্রিউস্টার।

এই জয়ে টেবিলের শীর্ষে ফিরেছে শেফিল্ড। ৩৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। ইংল্যান্ডের শীর্ষে লিগে প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও বেড়ে গেল শেফিল্ডের। দুইয়ে অবস্থান করছে লিডস ইউনাইটেড। ৩৮ ম্যাচে দলটির সংগ্রহ ৮০ পয়েন্ট।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার