হোম > খেলা

নিষিদ্ধ হয়ে ‘চটেছেন’ মেসি

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার গেমে না খেলার কারণে সতীর্থ ও বন্ধু জর্ডি আলবার মতো লিওনেল মেসিকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে নেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমএলএস কর্তৃপক্ষের ওপর রীতিমতো চটেছেন তিনি।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টার। ম্যাচটিতে এমএলএস অল স্টারের হয়ে খেলার কথা ছিল মেসি ও আলভার। এজন্য গণমাধ্যম ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন এই দুই তারকা ফুটবলার। যদিও ম্যাচের আগে নিজেদের নাম প্রত্যাহার করে নেন মেসি ও আলবা। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানোর দাবি, ক্লান্তি ও অবসাদের কারণেই ম্যাচটি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই দুই ফুটবলার।

এমএলএসের নিয়ম বলছে, চোট না থাকার পরও কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে না খেললে তাকে লিগের এক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়মের ওপর ভিত্তি করে মেসি ও আলবার নিষেধাজ্ঞার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মিয়ামির হয়ে লিগে রোববার (২৭ জুলাই) সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না এই দুজন।

বিষয়টি নিয়ে মিয়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী জর্জ মাস বলেন, ‘মেসি খুবই হতাশ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ায় সে বেশ চটেছে। এমনটা হওয়ায় স্বাভাবিক। আমরা চাই এই ঘটনার কোনো প্রভাব না পড়ুক। তারা দুজন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলার। ম্যাচ খেলতে চায়। তারা এখানে সে কাজ করতেই এসেছে। তারা এই সিদ্ধান্ত বুঝে উঠতে পারছে না। প্রদর্শনী ম্যাচ না খেললে নিষিদ্ধ হতে হবে তারা এটা মানতে পারছে না।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার