হোম > খেলা

ঘুরে দাঁড়িয়ে জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক

শুরুতে গোল হজম করে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের অর্ধেকের বেশি সময় পিছিয়ে ছিল বার্সেলোনা। যদিও কোনো অঘটনের সাক্ষী হতে হয়নি হান্সি ফ্লিকের শিষ্যদের। ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপা প্রত্যাশী দলটি।

এই জয়ে টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। যদিও মাদ্রিদের ক্লাবটির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কাতালানরা৷ ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৩৩ ম্যাচ খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের পুঁজি ৭২ পয়েন্ট। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে দিয়েগো সিমিওনির দল।

জোসে জোরিল্লাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। ইভান সানচেজের শট রোনালদ আরাহোর পায়ে লেগে বাউন্স হয়ে জালে জড়ায়। এই গোলের ওপর দাঁড়িয়ে ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভায়াদোলিদ। পরের মিনিটে সমতা টানে সফরকারী দল। স্বাগতিকদের এক খেলোয়াড় বিপদমুক্ত করতে গেলে বল পেয়ে যান রাফিনহা। এরপর বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে সোজা জালে পাঠান চলমান মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ছয় মিনিটের মাথায় গত আসরের রানার্সআপদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেরমিন লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্স থেকে তার নেওয়া শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার