সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। চারদিকেই কেবল পরাজয়ের ঢেউ। এমতাবস্থায় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে তাদের জয় কারো কল্পনায়ও ছিল না। তবে ত্রাতা হয়ে এলো পেনাল্টি আর দমিনিক সোবসলাই। তার পেনাল্টিতেই ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।
এই জয়ে ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার আটে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে সমান পয়েন্ট ইন্টার মিলানের, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে ইতালির ক্লাবটি।
ইন্টার মিলানের মাঠে তেমন একটা চাপ সৃষ্টি করতে পারেনি লিভারপুল। অবশ্য স্বাগতিকদের আক্রমণভাগও ছিল ভোঁতা। ৩৭ মিনিটের আগে কোনো শটই নিতে পারেনি লাউতারো মার্তিনেজরা। তাতে প্রথমার্ধে গোলশূন্য নিয়েই বিরতিতে যায় দুদল।
বিরতির পর খানিকটা গতি বাড়ে খেলায়। তবে গোল হচ্ছিলো না। অবশেষে ৮৬তম মিনিটে সেই গোল। ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে পেছন থেকে টেনে ফেলে দেন ইন্টারের ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি সোবোসলাই।
একই সময়ে।অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোটিং সিপির বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫৪ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিখ। এরপর ৬৫, ৬৯ ও ৭৭ মিনিটে যথাক্রমে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন সের্গে জিনাব্রি, লেনার্ট কার্ল ও জোনাথন টাহ
এই জয়ে পয়েন্ট টেবিলে বাভারিয়ানদের অবস্থান এখন দুই নম্বর। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ।
অন্য ম্যাচগুলোশ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস ১-০ গোলে জিতেছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে। ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেইন্ট জিলোইসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মার্শেই।