হোম > খেলা

দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে অনিশ্চিত মেসি!

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি

নেকাক্সারের বিপক্ষে চোট পেয়েছেন লিওনেল মেসি। ইনজুরির কারণে লিগ কাপের বাকি অংশটুকুতে আর খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। যদিও ইন্টার মিয়ামি জানিয়েছে আর্জেন্টাইন জাদুকরের চোট গুরুতর নয়। কিন্তু দলের প্রাণভোমরা কবে নাগাদ সেরে উঠতে পারবেন, সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ। এ কারণে শেষ হচ্ছে না আর্জেন্টিনার ভক্তদের দুশ্চিন্তা।


আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনিজুয়েলা। সবকিছু ঠিক থাকলে এক মাস পরই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন মেসি। এই ম্যাচের চার দিন বাদে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে বুয়েন্স আয়ার্সে। পরের ম্যাচটি খেলতে ইকুয়েডর সফরে যাবে তারা। এই দুই ম্যাচ পর আর্জেন্টিনা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আগামী বছরের মার্চে- স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’য়। ম্যাচটি হতে পারে মেক্সিকো সিটিতে। আলবিসেলেস্তে শিবিরের পরের মিশন ২০২৬ বিশ্বকাপ। বৈশ্বিক আসরটি বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।


সবাই বলছেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলেই আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেবেন। সে হিসাবে বুয়েনস আয়ার্সে আগামী ৫ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। তাই এখন প্রশ্ন উঠেছে, চোট কাটিয়ে মেসি ওই ম্যাচে খেলতে পারবেন তো? প্রশ্নটা তুলেছে আর্জেন্টিনার খেলাধুলাভিত্তিক সাময়িকী এল গ্রাফিকো। সংবাদমাধ্যমটির প্রতিবেদন দেশের মাটিতে জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা উপভোগের অপেক্ষায় থাকা ভক্তদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে।

টিভিতে উলভারহ্যাম্পটন-ম্যানইউ ম্যাচসহ আরও যত খেলা

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব

‘বিদ্রোহী’দের ছাড়াই মাঠে গড়াবে ঢাকা লিগ

দুই ফাইফার ও সেঞ্চুরির দিন

অভিষেকেই উজ্জ্বল মোস্তাফিজ

দুবাই সফরে বাংলাদেশ আরচারি দল

বার্সা-পিএসজির উৎসবের রাতে লিভারপুলের হতাশা

সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

ব্রিসবেনে ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার, হারের বৃত্তে ইংল্যান্ড

বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা