হোম > খেলা

মুশফিকের জন্যই খেলতে চায় বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। এর আগে সিলেটে আজ নিজের ৯৯তম টেস্ট খেলতে নামবেন। প্রথম বাংলাদেশি হিসেবে এমন মাইলফলকের কাছে দাঁড়িয়ে থাকা মুশফিকের জন্যই আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের জন্য মুশফিকের এই অবদান স্বীকার করে শান্ত বলেন, ‘এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে।’

মুশফিকের জন্য ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপভোগ করতে চান শান্ত। তার কথায়, ‘খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই দুটি টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই সবাই মিলে একসঙ্গে।’ তিনি আরো যোগ করেন, ‘স্পেশালি ১০০তমটা যদি তিনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ তিনি সুস্থভাবে দুটি টেস্ট ম্যাচ খেলবেন।’

ড্রেসিংরুমে মুশফিকের উপস্থিতি সব সময় বাড়তি অনুপ্রেরণা দেয় জানিয়ে শান্ত বলেন, ‘কালকে ইনশাআল্লাহ ৯৯তম হবে। তিনি ড্রেসিংরুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সব সময় এক্সপেরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো তার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে।’ মুশফিকের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রসঙ্গ তুলে শান্ত বলেন, ‘তার এক্সপেরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মোমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করা লাগে, এই বিষয়গুলো সব সময় আলোচনা হয়।’

টেস্ট ক্রিকেটের সিলভার জুবিলিতে ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’

ফিজির জালে আর্জেন্টিনার ৭ গোল

বাংলাদেশের গ্রুপে চীন-থাইল্যান্ড

জয়ের অপেক্ষায় খুলনা-রাজশাহী

ছয় মিনিটেই টিকিট শেষ!

ঢাকায় হামজা চৌধুরী

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবিকে চিঠি বাফুফের

বাকি অধিনায়কদের সঙ্গে ভালো বোঝাপড়া, তাই ফিরে এসেছেন শান্ত

যে কারণে শরীরে ট্যাটু করাননি আলভারেজ

লেভানডোভস্কির হ্যাটট্রিকে দুইয়ে উঠল বার্সেলোনা