অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠতিব্য ম্যাচের দলে নেই স্যাম কনস্টাস। তাকে বাদ দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা জ্যাক ওয়েদারাল্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। স্টিভেন স্মিথকে অধিনায়ক রেখে ঘোষিত দলে আছেন সব পরিচিত মুখ।
কনস্টাসের টেস্ট ক্যারিয়ার মোতে ৫ ম্যাচের। এই ৫ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করে ১৬৩ রান করেছেন এই ব্যাটার, সর্বোচ্চ ৬০। যে কোনো দলের বিবেচনাতেই সাদামাটা ব্যাটিং পারফরম্যান্স। যে কারণে অ্যাশেজে অনুমতভাবেই বাদ পড়েছেন। গত বছরের বক্সিং ডে টেস্টে সুযোগ পেয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬০ রানের ইনিংসে নজর কাড়েন এই ওপেনার।]
আলোচনা তুঙ্গে উঠলেও ব্যাটিংয়ে পারফরম্যান্স দিনে দিনে ম্লান হয়েছে তার। সর্বশেষ তিন ইনিংসে দুবার আউট হয়েছেন শূন্য রানে, সর্বশেষ ৯ ইনিংসে সর্বোচ্চ ২৫ রান। আর সেটিরই ফল, অ্যাশেজের প্রথম টেস্টের দল থেকে বাদ। কনস্টাসের সামনে অবশ্য দলে ফেরার সুযোগ আছে। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে পারফর্ম্যান্স করেই দলে ফিরতে হবে তাকে।
আজ পার্থ টেস্টের দল ঘোষণার সংবাদ সম্মেলনে কনস্টাসের প্রতি সহানুভূতিই ঝরেছে নির্বাচকপ্রধান বেইলির কণ্ঠে, ‘স্যামির জন্য আমার খারাপ লাগছে, কারণ এখন মনে হয় সে যদি বায়ু ত্যাগও করে, সেটা শিরোনাম হয়। দেশজুড়ে শিল্ড ক্রিকেটে তার বয়সী বেশ কয়েকজন তরুণ খেলছে, সবাই নিজেদের সেরা ক্রিকেটার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। স্যামিও তার ব্যতিক্রম নয়।’
পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।