বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফরচুর বরিশালের হয়ে শিরোপা জেতেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একই ঘটনার পুনরাবৃত্তি করতে চান এই তরুণ লেগস্পিনিং অলরাউন্ডার।
পিএসএলের আসন্ন আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে জামজমকপূর্ণ টুর্নামেন্টে রিশাদের ঠিকানা লাহোর কালান্দার্স। এজন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি পেয়েছেন। পিএসএলে অংশ নিতে রোববার (৬ মার্চ) ঢাকা ছাড়বেন রিশাদ। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন এই ক্রিকেটার।
রিশাদ বলেন, ‘বিসিবি ছাড়পত্র দিয়েছে এজন্য ভালো লাগছে। পিএসএল খেলতে যাচ্ছি ভালো করার জন্য। শিরোপা জিতে ফেরার চেষ্টা করব।’
২২ বছর বয়সী ক্রিকেটার আরও বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। সামনের দিনগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু আমার জন্যই নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ইতিবাচক দিক। তাই চেষ্টা করব পিএসএল থেকে যতটা সম্ভব শিখতে পারি। পাকিস্তানের কন্ডিশন নিয়ে এতো ভাবার কিছু নেই। আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। দলের যেটা প্রয়োজন হয় সেটাই করার চেষ্টা করব।’