পাকিস্তানের পেসার নাসিম শাহর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করেছে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
পাকিস্তানের লোয়ার দিরে শহরে গত সোমবার ভোরে নাসিমের বাড়ির গেটে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর মেলেনি।
২২ বছরের পেসার নাসিম রয়েছেন রাওয়ালপিন্ডিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে আছেন পাকিস্তান দলের সঙ্গেই।