হোম > খেলা

মুশফিক বললেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ম্যাচের সেঞ্চুরি, এই মাইলফলক যেকোনো ক্রিকেটারের জন্যই স্মরণীয়। আর ব্যাপারটা যখন ক্রিকেটের আদি ও প্রাচীন সংস্করণ টেস্টে, তখন গুরুত্বটা বেড়ে যায় বহুগুণ। মুশফিকুর রহিমের কাছেও মিরপুর টেস্ট ছিল তেমনই। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে শততম টেস্টে মাঠে নেমেছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটারের স্মরণীয় ম্যাচটা জয় দিয়ে স্মৃতিময় করে রাখলেন সতীর্থরা। ম্যাচে মুশফিক সবই পেয়েছেন- সংবর্ধনা, সেঞ্চুরি-হাফসেঞ্চুরি, ম্যাচসেরার পুরস্কার। ম্যাচশেষে সবকিছুর জন্য কৃতজ্ঞতাও জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন ‘আলহামদুলিল্লাহ ফর এভরিথিং…’

শততম ম্যাচ, বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটারের এমন মাইলফলকের দিনে আয়োজনে কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে উপস্থিত ছিলেন মুশফিকের মা-বাবা, স্ত্রী ও সন্তানেরাও। মাইফলকের ম্যাচে বিশেষ সম্মাননা পেলেন তিনি। সম্মাননার শুরুতে মুশফিককে ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ মাথায় পরিয়ে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন ঐ ম্যাচের দলনেতা হাবিবুল।

টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরিয়ান ম্যাচটা মুশফিক আরও স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি করে। প্রথম ইনিংসে খেলেছেন ১০৬ রানের ইনিংস। এই ইনিংসের মধ্যে দিয়ে টেস্ট ইতিহাসের ১১তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচে শতরান করেন ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ব্যাটার। এরপর দ্বিতীয় ইনিংসে করেছেন হাফ সেঞ্চুরি (৫৩*)। আর তাতে শততম ম্যাচে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হিসেবে নামে লেখান রেকর্ডের পাতায়।

আরো একটু যদি বড় করে দেখানো যায়—তাহলে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন আইসিসির মাধ্যমে মুশফিককে শততম টেস্টে শুভকামনা জানানো রিকি পন্টিং। এই ম্যাচে দলের হয়ে সবচেয়ে বেশি রানও তার। দুই ইনিংসে করেছেন ১৫৯। আর তাতে ম্যাচসেরার পুরস্কারও গেছে দেশের অন্যতম সেরার এই ব্যাটারের পকেটে।

মুশফিকের টেস্ট অভিষেকের ক্যাপটার রং ঝলসে ধূসর হয়ে গেছে। রোদের আলোয় উবে যাওয়া ক্যাপের রংয়ের প্রতি আচড়ে লেখা হয়েছে দেশের হয়ে কীর্তিমানের কীর্তি। নতুন ক্যাপটা মাথায় চড়িয়ে মুশফিক আরও কিছু কীর্তিতে নাম লেখাবেন, লাল-সবুজের কিংবদন্তির কাতারে উঠবেন, সেটা আশা করাই যায়।

মিরপুর টেস্টে যত রেকর্ড

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩, প্রোটিয়াদের দাপটের দিন

সাইফউদ্দিন-মাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল

৬ আন্তর্জাতিক ইভেন্টে ৫ পদক, কাবাডিতে সম্ভাবনার আলো

২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ম্যানসিটিকে হারিয়ে তলানির দল নিউক্যাসলের চমক

দুই উইকেটের অপেক্ষা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন কীর্তি তাইজুলের

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরল পিএসজি