হোম > বিশ্ব

১৪ বছরের প্রচেষ্টায় আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। ১৯৯০ সালের পর এই জোটে নতুন কোনো সদস্য যোগ দিলো। খবর গাল্ফ নিউজের।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানের এক অনুষ্ঠানে সদস্য পদ গ্রহণ করেন পুর্ব তিমরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও।

এসময় তিনি বলেন, ‘এর মাধ্যমে কেবল একটি স্বপ্নই বাস্তবায়িত হয়নি, বরং আমাদের যাত্রার একটি শক্তিশালী স্বীকৃতি।’

তিনি আরো বলেন, ‘এখানেই আমাদের যাত্রার শেষ নয়। এটি একটি অনুপ্রেরণামূলক নতুন অধ্যায়ের সূচনা।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পূর্ব তিমুরের যোগদান আসিয়ান পরিবারকে সম্পূর্ণ করলো।

আসিয়ানে যোগদানের ফলে এটি ব্লকের মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগের সুযোগ এবং একটি বিস্তৃত আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার লাভ করলো পূর্ব তিমুর।

পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ লাভের জন্য প্রচারণা চালিয়ে আসছেন এবং ২০১১ সালে তার প্রথম মেয়াদে প্রথম আবেদন জমা দেয়া হয়েছিল।

দেশটির এই স্বীকৃতিকে মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানের অন্যতম সাফল্য হিসেবে দেখা হয়।

পূর্ব তিমুরকে ২০২২ সালে আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এর পূর্ণ সদস্যপদ পাওয়া বিলম্বিত হয়।

আরএ

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আক্রান্ত হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান

‘বছরে ১০–২০টি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে উ. কোরিয়া’

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু হচ্ছে জাপানে

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ