হোম > বিশ্ব

যে কারণে ৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইউটিউবে ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তিতে ৩০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিচ্ছে গুগল। মামলায় দাবি করা হয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ২০২০ সালের এপ্রিলের মধ্যে অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের তথ্য সংগ্রহ করে গুগল আইন লঙ্ঘন করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন আইনে ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ।

মামলা নিষ্পত্তি করতে রাজি হলেও শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে গুগল। সোমবার (১৯ আগস্ট) রাতে ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে প্রাথমিক সমঝোতা চুক্তি দাখিল করা হয়। এটি কার্যকর হতে হলে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক সুসান ভ্যান কিউলেনের অনুমোদন লাগবে।

তবে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এরআগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে বাবা-মায়ের অনুমতি না নিয়ে শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে গুগলকে ১৭০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিলো।

যথেষ্ট পরিমাণ আর্থিক জরিমানা সত্ত্বেও, গুগল বার বার একই ধরণের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হচ্ছে। এই ঘটনা ইঙ্গিত দেয় গুগলের এ বিষয়ে আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই বিষয়টি এমন এক সময়ে হলো যখন মার্কিন নিয়ন্ত্রকরা শিশুদের গোপনীয়তা সুরক্ষা উল্লেখযোগ্যভাবে জোরদার করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শিশুদের গোপনীয়তা সংক্রান্ত ব্যাপক আইন পাস করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক এবং টেক্সাসে সাম্প্রতিক আইন অনুসারে নাবালকদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য বয়স যাচাইকরণ এবং পিতামাতার সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা