হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় আহত ৭

আমার দেশ অনলাইন

শনিবার দক্ষিণ লেবাননের বেন্ট জবেইল শহরের একটি হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন। এটি ২০২৪ সালের শেষ দিকে ঘোষিত যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, নাবাতিয়েহ প্রদেশের বেন্ট জবেইল শহরে সালাহ গানদুর হাসপাতালের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনএনএ জানায়, ঘটনায় সাতজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই হামলা এমন এক সময় ঘটেছে, যখন সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বিমান হামলা চালায় এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়—যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার নির্দেশনা।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি সেনারা প্রতিদিন প্রায় লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে, দাবি করছে তারা হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

ইসরাইলি সেনাদের এই আক্রমণে এখন পর্যন্ত ৪,০০০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৭,০০০ জন আহত হয়েছেন। ইসরাইলের এই অভিযান ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এটি পূর্ণমাত্রার সামরিক অভিযানে পরিণত হয়।

এসআর

সূত্রঃ আনাদোলু

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

নিউইয়র্কে মামদানির জয়ে ইসরাইলে উদ্বেগ

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইইউ

এবার এক ভিসায় জিসিসি ভুক্ত ছয় দেশ ভ্রমণ

রাজধানী তেহরানে পানি সরবরাহ সীমিত করতে যাচ্ছে ইরান

মামদানিকে যেভাবে বাধাগ্রস্ত করতে পারেন ট্রাম্প

মার্কিন নাগরিক হয়েও ইসরাইলি কারাগারে বন্দি কিশোর

তুরস্কে পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬